I.N.D.I.A | Nitish Kumar: ভাঙল ইন্ডিয়া জোট, পদ্ম শিবিরে ফিরছেন নীতীশ কুমার!

আর বেশি দেরি নেই। চব্বিশে লোকসভা ভোটে বিজেপির বিরুদ্ধে একজোট বিরোধীরা। জোটের নাম সংক্ষেপে I.N.D.I.A। কিন্তু গত বছরের মাঝামাঝি যে নীতীশ কুমারে ডাকে পাটনায় প্রথম বৈঠকে বসেছিল ১৭টি বিরোধী দল, সেই নীতীশ কুমার এবার জোট ছাড়লেন। ভোটের আগে হাত মেলালেন পুরনো সঙ্গী বিজেপি-র সঙ্গেই!

Updated By: Jan 25, 2024, 11:28 PM IST
I.N.D.I.A | Nitish Kumar: ভাঙল ইন্ডিয়া জোট, পদ্ম শিবিরে ফিরছেন নীতীশ কুমার!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: জল্পনা চলছিলই। লোকসভা ভোটের দোরগোড়ায় ভাঙল ইন্ডিয়া জোট! কীভাবে? জোট ফের বিজেপির সঙ্গেই হাত মেলানোর পরিকল্পনা করছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত ঘোষণা করে দেবেন তিনি। সূত্রে খবর তেমনই।

আরও পড়ুন:  Padma Awards 2024: নজরে চব্বিশ; পদ্ম-তালিকায় 'পিছিয়ে পড়া'রা, বাংলার ৪!

আর বেশি দেরি নেই। চব্বিশে লোকসভা ভোটে বিজেপির বিরুদ্ধে একজোট বিরোধীরা। জোটের নাম সংক্ষেপে I.N.D.I.A। কিন্তু গত বছরের মাঝামাঝি যে নীতীশ কুমারে ডাকে পাটনায় প্রথম বৈঠকে বসেছিল ১৭টি বিরোধী দল, সেই নীতীশ কুমার এবার জোট ছাড়লেন। ভোটের আগে হাত মেলালেন পুরনো সঙ্গী বিজেপি-র সঙ্গেই!

সূত্রের খবর, দলের কয়েক রাজ্য নেতার আপত্তি থাকলেও, নীতীশের প্রত্য়াবর্তনে সবুজ সংকেত দিয়েছে বিজেপি শীর্ষ নেতৃত্ব। দিল্লি রওনা দিয়েছেন বিহারে বিজেপি রাজ্য সভাপতি সম্রাট চৌধুরী। শেষপর্যন্ত যদি জোট হয়, সেক্ষেত্রে বিহারের নিজের দলের লোককেই মুখ্যমন্ত্রী কুর্সিতে বসাতে চায় গেরুয়াশিবির। কারণ, নীতীশ কুমারকে আর মুখ্য়মন্ত্রী পদে রাখা নিয়ে ক্ষোভ রয়েছে দলের নিচুতলায়।

এর আগে, কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রায় যোগ না দেওয়ার কথা জানিয়ে দিয়েছিলেন নীতীশ কুমার। নাম না করে পরিবারতন্ত্রের প্রসঙ্গ টেনে নিশানা করেছিলেন কংগ্রেস। এমনকী, মোদীর প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা গিয়েছিল JDU প্রধানকে। এরপরই জল্পনা শুরু হয়।

আরও পড়ুন:  Dip to Cure Cancer: ক্যানসার সারাতে ডুবিয়ে রাখল গঙ্গায়, ৫ বছরের শিশুকে মৃত্যুমুখে ঠেলে দিল বাবা,মা-ই!

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের  AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.