নীতিশের দম্ভ মাউন্ট এভারেস্টকেও ছাপিয়ে যায়: মোদী

নীতিশ-নরেন্দ্র বাক যুদ্ধ অব্যাহত। সোমবার পূর্নিয়ায় বিহারের মুখ্যমন্ত্রীর নাম না করে তাঁর কড়া সমালোচনা করলেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী। মোদীর মতে নীতিশের দম্ভ মাউন্ট এভারেস্টের থেকে উঁচু। কিছুদিন আগেই নীতিশ কুমার মন্তব্য করেছিলেন দেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য মোদীর থেকে তিনি যোগ্যতম।

Updated By: Mar 10, 2014, 07:11 PM IST

নীতিশ-নরেন্দ্র বাক যুদ্ধ অব্যাহত। সোমবার পূর্নিয়ায় বিহারের মুখ্যমন্ত্রীর নাম না করে তাঁর কড়া সমালোচনা করলেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী। মোদীর মতে নীতিশের দম্ভ মাউন্ট এভারেস্টের থেকে উঁচু। কিছুদিন আগেই নীতিশ কুমার মন্তব্য করেছিলেন দেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য মোদীর থেকে তিনি যোগ্যতম।

`` কিছুদিন ধরেই আমি ভাবছিলাম আমাদের সুখী জোট ভেঙে গেল কেন। কারোর মতে এর পিছনে রয়েছে অকারণ দাম্ভিকতা। কেউ কেউ মনে করেন উনি আমাদের পিছন থেকে ছুরি মেরেছেন। আমি জয় প্রকাশ নারায়ণ আর রাম মোহন লোহিয়ার প্রতিক্রিয়ার কথা ভাবছিলাম। ওঁদের যন্ত্রণা কল্পনা করছিলাম।`` জেডিইউ সুপ্রিমোর নাম করে এই ভাষাতেই তাঁকে ঠুকলেন মোদী।

তবে এই টুকুতেই থামেননি তিনি। এর সঙ্গেই যোগ করেছেন `` কিছুদিন আগে আমি বুঝলাম কেন উনি জোটটা ভেঙে দিলেন। আসলে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ওনাকে রাতে ঘুমাতে দিচ্ছিল না। আসলে নিজের সম্পর্কে ওনার উচ্চাকাঙ্ক্ষার সীমা নেই। মাউন্ট এভারেস্টকেও ছাড়িয়ে যায় ওনার দাম্ভিকতা...উনি মনে করেন ওনার পক্ষে অসম্ভব কিছুই না।``

নরেন্দ্র মোদীর মতে যাঁরা তৃতীয় ফ্রন্ট তৈরি করতে চাইছেন তাঁরা ঘুরিয়ে কংগ্রেসকেই সমর্থন করছেন বা নিজেরাই প্রধানমন্ত্রী হতে চাইছেন।

.