ব্যাপক রহস্যের ব্যাপম কাণ্ডে সিবিআই তদন্তের দাবি উড়িয়ে দিল কেন্দ্র
৪৭টি মৃত্যুর পরও ব্যাপম কাণ্ডে সিবিআই তদন্তের দাবি উড়িয়ে দিল কেন্দ্র। আদালতের কোর্টে বল ঠেলে দিয়ে, রাজনাথ সিং জানিয়েছেন, সিবিআই তদন্ত হওয়া না-হওয়া হাইকোর্টের বিবেচনাধীন। তবে ব্যাপম কাণ্ডে পর পর মৃত্যুর জেরে শিবরাজের ইস্তফার দাবিতে চাপ বাড়িয়েছে কংগ্রেস। সরব অন্য বিরোধী দলও।
ওয়েব ডেস্ক: ৪৭টি মৃত্যুর পরও ব্যাপম কাণ্ডে সিবিআই তদন্তের দাবি উড়িয়ে দিল কেন্দ্র। আদালতের কোর্টে বল ঠেলে দিয়ে, রাজনাথ সিং জানিয়েছেন, সিবিআই তদন্ত হওয়া না-হওয়া হাইকোর্টের বিবেচনাধীন। তবে ব্যাপম কাণ্ডে পর পর মৃত্যুর জেরে শিবরাজের ইস্তফার দাবিতে চাপ বাড়িয়েছে কংগ্রেস। সরব অন্য বিরোধী দলও।
মারণ রহস্য ব্যাপমের পর্দাফাসে শুরু থেকেই সিবিআই তদন্তের দাবি তুলেছে কংগ্রেস। তবে বারবারই তা খারিজ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।
মধ্যপ্রদেশের সেই আদালত-যুক্তিকেই সোমবার ঢাল করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শিবরাজ সিংকে পাশে নিয়ে জানিয়ে দিলেন সিবিআই তদন্ত হবে কিনা, তা আদালতের ব্যাপার।
ব্যাপম কেলেঙ্কারারির তদন্ত করছে সিট। যার সদস্যরা সকলেই মধ্যপ্রদেশের পুলিস অফিসার। এখানেই আপত্তি তুলেছে কংগ্রেস। রাজ্য সরকারের তৈরি সিট কখনই ব্যাপম কাণ্ডের নিরপেক্ষ তদন্ত করতে পারে না বলে অভিযোগ তুলেছে তাঁরা। শিবরাজ সিং কৌশলে সিবিআই তদন্ত এড়িয়ে যাচ্ছেন বলেও কটাক্ষ করেছেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং।
ব্যাপম নিয়ে সরাসরি প্রধানমন্ত্রীকেই কাঠগড়ায় তুলেছে বিরোধীরা। ব্যাপম কাণ্ডে নাম জড়িয়েছে মধ্যপ্রদেশের রাজ্যপাল রাম নরেশ যাদবেরও। সোমবারই সেই আবেদন গৃহীত হয়েছে সুপ্রিম কোর্টে। আগামী বৃহস্পতিবার ওই মামলার পরবর্তী শুনানি।