নিজস্ব প্রতিবেদন: অন্তর্দেশীয় বিমানে (Domestic Flights) দু'ঘণ্টার কম যাত্রাপথে মিলবে না খাবার। সোমবার সাফ জানাল কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। করোনার দ্বিতীয় ঢেউয়ে (Corona Second Wave) সংক্রমণ রুখতেই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ইতিমধ্যেই করোনা সংক্রমণে ব্রাজিলকে টপকেছে ভারত। ক্রমশ ভয়াবহ হচ্ছে গোটা পরিস্থিতি।  সোমবার বিমানযাত্রার জন্য একাধিক নতুন নির্দেশিকা জারি করে মন্ত্রক জানিয়েছে, দেশীয় বিমানে দু'ঘণ্টার কম যাত্রাপথে কোনো খাবার দেওয়া যাবে না। দু'ঘণ্টার বেশি সময়ের ক্ষেত্রে প্যাকেটজাত খাবার, এককালীন ব্যবহারযোগ্য কাটলারি, প্লেট দেওয়া যাবে। কোনো জিনিসের পুনর্ব্যবহার করা যাবে না বলে কড়া নির্দেশ কেন্দ্রের। 


আরও পড়ুন: ব্যবহার করা মাস্ক দিয়ে বিছানার তোষক, গদি! চলে আসছে সোজা বেডরুমে
আরও পড়ুন: Zero Balance Account: শুধু সার্ভিস চার্জ কেটেই 300 কোটি আয় SBI এর! দাবি সমীক্ষায়


একইসাথে জানানো হয়েছে যে সংলগ্ন সিটগুলিতে যতটা সম্ভব দূরত্ববিধি মেনে খাবার দিতে হবে এবং প্রতিবার খাবার পরিবেশনের সময় স্টাফদের নতুন গ্লাভস পরতে হবে। রবিবার গোটা দেশে রেকর্ড সংক্রমণ ঘটে। একদিনে ১ লক্ষ ৬৮ হাজার ৯১২ জন আক্রান্ত হন।