বাড়ছে না গ্যাসের সিলিন্ডারের দাম

বাড়ছে না রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম। ভর্তুকিতে সিলিন্ডারের সংখ্যাও কমানো হবে না। জানিয়ে দিলেন পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। পেট্রোলিয়াম মন্ত্রী জানিয়েছেন, এখনকার দামেই পাওয়া যাবে রান্নার গ্যাসের সিলিন্ডার। কোনও অতিরিক্ত দামের বোঝা চাপাবে না সরকার। সিলিন্ডার পিছু এখন যা ভর্তুকি দেওয়া হচ্ছে তাও বদলাবে না। একই থাকবে বছরে ভর্তুকি দেওয়া সিলিন্ডারের সংখ্যাও।

Updated By: Jun 13, 2014, 06:50 PM IST

বাড়ছে না রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম। ভর্তুকিতে সিলিন্ডারের সংখ্যাও কমানো হবে না। জানিয়ে দিলেন পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। পেট্রোলিয়াম মন্ত্রী জানিয়েছেন, এখনকার দামেই পাওয়া যাবে রান্নার গ্যাসের সিলিন্ডার। কোনও অতিরিক্ত দামের বোঝা চাপাবে না সরকার। সিলিন্ডার পিছু এখন যা ভর্তুকি দেওয়া হচ্ছে তাও বদলাবে না। একই থাকবে বছরে ভর্তুকি দেওয়া সিলিন্ডারের সংখ্যাও।

এখন বছরে ভর্তুকিতে ১২টি সিলিন্ডার পেয়ে থাকেন গ্রাহকেরা। একই সঙ্গে মন্ত্রী জানিয়েছেন, পেট্রোল এবং ডিজেলের দাম যেহেতু গুরুত্বপূর্ণ ইস্যু, তাই বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা করছে কেন্দ্রীয় সরকার। দুহাজার ছয় সাল থেকে পেট্রোলের ওপর থেকে নিয়ন্ত্রণ তুলে নিয়েছে কেন্দ্র। তবে ডিজেলে এখনও আংশিক ভর্তুকি চালু রয়েছে।

.