ইস্তফা জল্পনা ওড়ালেন প্রণব
স্পেকট্রাম কাণ্ডে অর্থমন্ত্রকের নোট নিয়ে কখনই ইস্তফা দেওয়ার কথা ভাবেননি তিনি।
স্পেকট্রাম কাণ্ডে অর্থমন্ত্রকের নোট নিয়ে কখনই ইস্তফা দেওয়ার কথা ভাবেননি তিনি।
গতকাল কলকাতায় এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়।
রাজনৈতিক মহলের ধারণা, অর্থমন্ত্রকের নোটকাণ্ডের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাঁর মতপার্থক্য দেখা দিয়েছিল।
যদিও, প্রধানমন্ত্রীর বাসভবনে ম্যারাথন বৈঠকে যাবতীয় মতভেদ মিটিয়ে ফেলা সম্ভব হয়েছে বলেই দাবি কংগ্রেস নেতৃত্বের।
স্পেকট্রাম কাণ্ড নিয়ে অর্থমন্ত্রকের নোট প্রকাশ্যে আসার পরই অস্বস্তি কয়েকগুণ বেড়ে যায় কেন্দ্রীয় সরকারের।
প্রণববাবুর মন্ত্রকের নোট কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দ্বন্দ্বকেই সামনে এনে দিয়েছে বলে জানান বিরোধীরা।
বিতর্ক ধামাচাপা দিতে উঠেপড়ে লাগে কংগ্রেস নেতৃত্ব। দেশে ফিরে দলীয় সভানেত্রীর সঙ্গে তড়িঘড়ি বৈঠকে বসেন প্রধানমন্ত্রী।
কিন্তু, তাতেও নেভানো সম্ভব হয়নি বিতর্কের আগুন। শেষমেষ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক সারেন প্রধানমন্ত্রী।
দীর্ঘ বৈঠক শেষে প্রণববাবু জানান, অর্থমন্ত্রকের নোট এবং তাঁর মতামত এক নয়। মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দ্বন্দ্বের ফাটলটা মেটানোর চেষ্টা হলে বিরোধীদের সন্তুষ্ট করতে পারেনি কেন্দ্র।
স্পেকট্রাম বন্টনের ক্ষেত্রে দুর্নীতিতে চিদম্বরমের ভূমিকা নিয়ে সরব তাঁরা। এই পরিস্থিতিতেই কেন্দ্রীয় অর্থমন্ত্রীর পদ থেকে প্রণব মুখোপাধ্যায়ের ইস্তফা দেওয়ার ইচ্ছাপ্রকাশ নিয়ে শুরু হয় জল্পনা।
কিন্তু, শনিবার সেই জল্পনা সম্পূর্ণ ভিত্তিহীন বলেই জানিয়ে দিলেন প্রণববাবু।