এবার পতঞ্জলি আনছে 'স্বদেশী' জিন্‌স

তেল, সাবান, মাজনের পর এবার পোশাকেও রামদেবের পতঞ্জলি। নিত্য প্রয়োজনীয় জিনিস, স্বাস্থ্য, ত্বকের পর এবার পোশাকের বাজারে হাজির হতে চলেছে পতঞ্জলির প্রোডাক্ট।

Updated By: Sep 12, 2016, 03:01 PM IST
এবার পতঞ্জলি আনছে 'স্বদেশী' জিন্‌স

ওয়েব ডেস্ক: তেল, সাবান, মাজনের পর এবার পোশাকেও রামদেবের পতঞ্জলি। নিত্য প্রয়োজনীয় জিনিস, স্বাস্থ্য, ত্বকের পর এবার পোশাকের বাজারে হাজির হতে চলেছে পতঞ্জলির প্রোডাক্ট।

যোগগুরু বাবা রামদেব ঘোষণা করেন খুব তাড়াতাড়ি বাজারে আসতে চলছে 'স্বদেশী' জিন্‌স। বিদেশী বহুজাতীক সংস্থাগুলো যেভাবে যুগের পর যুগ ধরে দেশের বাজারে কার্যত একচেটিয়া ব্যবসা করছে, এর বিরুদ্ধেই জেহাদ ঘোষণা করে 'স্বদেশী' জিন্‌স নিয়ে আসার কথা বলেন রামদেব। এই প্রসঙ্গে খেলার প্রসঙ্গ জুড়ে রামদেব বলেন, ''যখন আমরা চাইছি ভারত আন্তর্জাতিক ক্ষেত্রে পদক জিতুক। তখন কেন না আমরা একই স্পিরিটে দেশের অর্থনীতি আর শিল্প বাণিজ্যের উন্নতি চাই।''   

আরও পড়ুন- "গোমাংস খাওয়ার জন্য শাস্তি দিতে আমাদের ধর্ষণ করা হয়েছে" বললেন হরিয়ানার 'ধর্ষিতা'

নেপাল, বাংলাদেশ, আফ্রিকার কিছু দেশেও পতঞ্জলির কারখানার খোলার কথা চিন্তাভাবনা শুরু হয়েছে বলে রামদেব জানান।

 

.