নগ্ন নেচে সাসপেন্ড কংগ্রেসের ছাত্রনেতা
কংগ্রেসের জাতীয় ছাত্র সংগঠন এনএসইউআই-এর মুম্বই শাখার প্রধান সুরজ সিং ঠাকুরকে জনসমক্ষে নগ্ন নাচের অপরাধে সাসপেন্ড করা হল। গত মাসের ১৪ তারিখ মুম্বই শহরতলির কানদিভলি অঞ্চলে একটি পার্টি চলাকালীন মদ্যপ অবস্থায় নগ্ন হয়ে ক্যামেরার সামনে নাচ শুরু করেন সুরজ সিং ঠাকুর। সুরজকে অনেকবার কংগ্রেসের শীর্ষনেতাদের সঙ্গে দেখা গেছে। রাহুল গান্ধী, সোনিয়া গান্ধীর সঙ্গে সুরজের ছবিও অনেকবার প্রকাশিত হয়েছে।
কংগ্রেসের জাতীয় ছাত্র সংগঠন এনএসইউআই-এর মুম্বই শাখার প্রধান সুরজ সিং ঠাকুরকে জনসমক্ষে নগ্ন নাচের অপরাধে সাসপেন্ড করা হল। গত মাসের ১৪ তারিখ মুম্বই শহরতলির কানদিভলি অঞ্চলে একটি পার্টি চলাকালীন মদ্যপ অবস্থায় নগ্ন হয়ে ক্যামেরার সামনে নাচ শুরু করেন সুরজ সিং ঠাকুর। সুরজকে অনেকবার কংগ্রেসের শীর্ষনেতাদের সঙ্গে দেখা গেছে। রাহুল গান্ধী, সোনিয়া গান্ধীর সঙ্গে সুরজের ছবিও অনেকবার প্রকাশিত হয়েছে।
সুরজ সিং ঠাকুরের এই অভিনব নাচের ভিডিওটি কয়েকদিন আগে ইউটিউবের মাধ্যমে ছড়িয়ে পড়তেই ঘটনাটি সর্বসমক্ষে চলে আসে। এরপর ভিডিওটি তড়িঘড়ি করে সরিয়ে দেওয়া হলেও ততক্ষণে যা হওয়ার তা হয়ে গেছে। সোমবার এনএসইউআই-এর জাতীয় প্রেসিডেন্ট বহিষ্কার করেন সুরজ সিংকে।
ওই একই অপরাধে বহিষ্কার করা হয়েছে আরও দু`জনকে। গত বছরের ডিসেম্বরে সুরজ ঠাকুর এনএসইউআই-এর মুম্বই শাখার প্রেসিডেন্ট হিসাবে পুনর্নিবাচিত হন।
সুরজ ঠাকুরের নগ্ন নাচের নেপথ্যে ঠিক কী কারণ ছিল তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। সূত্রে খবর, ওই দিন ওই পার্টিতে সম্ভবত র্যাগিং জাতীয় কোনও ঘটনা ঘটছিল।