Covid 19: ১২ শতাংশ কমল সংক্রমণের হার, দেশে নতুন করে আক্রান্ত ২.৫১ লক্ষ
ভারতে টিকাকরণ হয়েছে ১৬৪.৪ কোটি
নিজস্ব প্রতিবেদন: শুক্রবার ভারতে মোট ২,৫১,২০৯ টি নতুন COVID-19 সংক্রমণের ঘটনা রিপোর্ট করা হয়েছে। এরফলে দেশের মোট সংক্রমণের সংখ্যা বর্তমানে ৪ কোটি ৬ লক্ষ পার হল। রিপোর্ট করা নতুন সংক্রমণের সংখ্যা গতকালের দৈনিক ২.৮৬ লক্ষ ঘটনার তুলনায় ১২ শতাংশ কম। কোভিডের ফলে দেশ নতুন করে ৬২৭ জনের মৃত্যু হয়েছে। এর ফলে কোভিড-সম্পর্কিত মৃত্যুর মোট সংখ্যা হল ৪,৯২,৩২৭।
আরও পড়ুন: সমীক্ষায় বলছে দেশের সবথেকে ধনী পার্টি BJP! তারপরের নামটা শুনলে চমকে যাবেন
আরও পড়ুন: Goa Assembly Elections 2022: বিজেপির অন্দরে কোন্দল, ৪ আসনে নির্দল প্রার্থী 'বিদ্রোহী' বিজেপি
দেশে বর্তমানে ২১ লক্ষ সক্রিয় সংক্রমণের ঘটনা রয়েছে। সক্রিয় কেসগুলি এখন মোট সংক্রমণের ৫০১৮ শতাংশ। জাতীয় ক্ষেত্রে COVID-19 সংক্রমণের হাত থেকে রিকভারির হার সামান্য বৃদ্ধি পেয়ে হয়েছে ৯৩.৬ শতাংশ। দৈনিক পজিটিভ সংক্রমণের হার ১৯.৫৯ শতাংশ থেকে কমে হয়েছে ১৫.৮৮ শতাংশ। সাপ্তাহিক পজিটিভিটির হার হয়েছে ১৭.৪৭ শতাংশ।
ভারতের COVID-19 টিকাকরণ হয়েছে ১৬৪.৪ কোটি। এর মধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে ৮৯.১ কোটি মানুষকে এবং ৬৯.৯ কোটি মানুষকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে।