UP: বিধানসভায় বেনজির দৃশ্য! হাত মেলালেন যোগী-অখিলেশ
সোমবার উত্তরপ্রদেশ বিধানসভায় ছিল মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং তাঁর মন্ত্রিসভার বাকি সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান। সেখানেই সৌহার্দ্যের এই দৃশ্য দেখা গেল।
নিজস্ব প্রতিবেদন: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) দিকে হাসি মুখে এগিয়ে গেলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব (Akhilesh Yadav)। প্রত্যুত্তরে হাসলেন যোগীও। শুধু তাই নয় সৌজন্য বিনিময়ের পর হাত মেলালেন দুজনে। আর বেনজির এই দৃশ্যের স্বাক্ষী থাকল বিধানসভা।
ভোটে জিতে ইতিমধ্যেই রাজ্যের ক্ষমতা দখল করেছে বিজেপি। দ্বিতীয়বার মুখ্যমন্ত্রীর আসনে যোগী আদিত্যনাথ। অন্যদিকে সোমবার উত্তরপ্রদেশ বিধানসভায় ছিল মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং তাঁর মন্ত্রিসভার বাকি সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান। সেখানেই সৌহার্দ্যের এই দৃশ্য দেখা গেল।
সংবাদ সংস্থা এএনআই এই ভিডিও টুইট করার সঙ্গে সঙ্গেই ভাইরাল। স্বাভাবিকভাবেই এই দুই বিরোধী রাজনৈতিক দলের যুযুধান দুই নেতার এমনল আচরণে মন জয় করেছে নেটিজেনদের। রাজনীতির আঙিয়ান এই চিত্রই স্বাভাবিক হওয়া প্রয়োজন, এমনও মত অনেকের।
#WATCH Uttar Pradesh CM Yogi Adityanath meets Leader of Opposition Akhilesh Yadav in the Legislative Assembly during oath-taking of newly-elected legislators #Lucknow pic.twitter.com/7r6fX7ErjX
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) March 28, 2022
এর মাত্র কয়েক মিনিট পরেই বিধায়ক হিসেবে শপথ নেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। প্রো-টেম স্পিকার রমাপতি শাস্ত্রী হাউসের সদস্যদের শপথবাক্য পাঠ করান। যাদবকে ইউপি বিধানসভায় বিরোধী দলের নেতা হিসাবেও নাম দেওয়া হয়েছে।
উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে যোগী আদিত্যনাথ গোরখপুর আরবান আসন থেকে জয়ী হয়েছেন এবং অখিলেশ যাদব কারহাল বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে বিজেপি এবং তার সহযোগীরা ২৭৩ আসন নিয়ে সংখ্যাগরিষ্ঠতা জিতেছে। ৪০৩ সদস্যের বিধানসভায় এসপি ১১১টি আসন জিতেছে।
আরও পড়ুন, UP: উত্তরপ্রদেশে বিজেপির জয় উদযাপনে হত্যা মুসলিম ব্যক্তির! তদন্তের নির্দেশ যোগীর