নিজস্ব প্রতিনিধি: স্কুলে কি ক্রমশই নিরাপত্তা কমছে ছাত্রীদের? কলকাতার জিডি বিড়লা স্কুলের ঘটনা সহ প্রায়শই উঠে আসছে ছাত্রীদের উপরে ‌যৌন নি‌র্যাতনের ঘটনা।

এবার প্রধান শিক্ষকের লালসার শিকার এক ক্লাস সিক্সের ছাত্রী। নি‌র্যাতিত ছাত্রী বাড়িতে গোটা ঘটনা বলতেই প্রধান শিক্ষককে বেঁধে বেধড়ক পেটাল ক্ষুব্ধ জনতা। ওড়িশার ময়ূরভঞ্জের ঘটনা।

ওড়িশা পুলিশের বয়ানে উঠে এসেছে ওই ছাত্রীর উপরে নি‌র্যাতনের কাহিনী। ময়ূরভঞ্জের ডিএসপি ভি কে প্যাটেল সংবাদ মাধ্যমে জানিয়েছেন, ‘গত এক মাস ধরে ওই প্রধান শিক্ষক ছাত্রীটির উপরে ‌যৌন নি‌র্যাতন চালিয়ে ‌যাচ্ছিল। সহ্য করতে না পেরে শেষপ‌র্যন্ত শিক্ষকের কুকীর্তি বাড়িতে জানিয়ে দেয়। ওই শিক্ষককে গ্রেফতার করা হয়েছে।’

এদিকে ওই ঘটনাটি সামনে আসার পর ক্ষুব্ধ এলাকাবাসী প্রধান শিক্ষকের উপরে চড়াও হয়। স্কুলে গিয়ে ওই শিক্ষককে বাইরে বের করে আনে। দড়ি দিয়ে পিছমোড়া করে বেঁধে বেধড়ক মারধর করা হয় তাকে।

আরও পড়ুন-তিন দশক পুরনো সঙ্গী ছোটা শাকিলের সঙ্গে ছাড়াছাড়ি দাউদের, সংকটে ডি কোম্পানি!

English Title: 
Odisha head teacher rapes class six student, thrashed by people
News Source: 
Home Title: 

স্কুলেই ক্লাস সিক্সের ছাত্রীকে ‘ধর্ষণ’, পিছমোড়া করে বেধড়ক মার প্রধান শিক্ষককে

স্কুলেই ক্লাস সিক্সের ছাত্রীকে ‘ধর্ষণ’, পিছমোড়া করে বেধড়ক মার প্রধান শিক্ষককে
Yes
Is Blog?: 
No
Section: