৬৪ বছরে ভারতের প্রজাতন্ত্র
আজ ৬৪তম প্রজাতন্ত্র দিবস। রাজধানী দিল্লিসহ দেশের সর্বত্র রাষ্ট্রীয় মর্যাদায় পালিত হল প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দিল্লির বিজয়চকে বর্ণাঢ্য কুচকাওয়াজের আয়োজন করা হয়। পতাকা উত্তোলন করেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। সেনাবাহিনীর বিভিন্ন বিভাগের অভিবাদন গ্রহণ করেন তিনি। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী। এবারের প্রজাতন্ত্র দিবসের বিশেষ অতিথি ছিলেন ভুটানের রাজা জিগমে ওয়াংচুখ।
আজ ৬৪তম প্রজাতন্ত্র দিবস। রাজধানী দিল্লিসহ দেশের সর্বত্র রাষ্ট্রীয় মর্যাদায় পালিত হল প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দিল্লির বিজয়চকে বর্ণাঢ্য কুচকাওয়াজের আয়োজন করা হয়। পতাকা উত্তোলন করেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। সেনাবাহিনীর বিভিন্ন বিভাগের অভিবাদন গ্রহণ করেন তিনি। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী। এবারের প্রজাতন্ত্র দিবসের বিশেষ অতিথি ছিলেন ভুটানের রাজা জিগমে ওয়াংচুখ।
প্রতিবারের মতো এবারও প্রজাতন্ত্র দিবসে কলকাতার রেড রোডে বর্ণাঢ্য কুচকাওয়াজের আয়োজন করা হয়। ৯টা ৫৫ মিনিটে অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । ৯টা ৫৬ মিনিটে আসেন রাজ্যপাল এম কে নারায়ণন। ৯টা ৫৮য় জাতীয় পতাকা উত্তোলন করা হয় । সকাল ১০টা থেকে শরু হয় প্যারেড। অংশ গ্রহণ করে সরকারের বিভিন্ন দফতরের সুসজ্জিত ২৬টি ট্যাবলো। অংশ নেয় ১৬টি স্কুল। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কড়া নজরদারি শহরজুড়ে।