সোপিয়ানে গুলির লড়াইয়ে নিহত হিজবুল মুজাহিদিন জঙ্গি, উদ্ধার অস্ত্রশস্ত্র

Updated By: Sep 10, 2017, 11:48 AM IST
সোপিয়ানে গুলির লড়াইয়ে নিহত হিজবুল মুজাহিদিন জঙ্গি, উদ্ধার অস্ত্রশস্ত্র

ওয়েব ডেস্ক : জম্মু-কাশ্মীরের সোপিয়ান জেলায় বারবুঘ গ্রামে পুলিসের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হয়েছে এক জঙ্গি। ধরা পডে়ছে এক জঙ্গি। উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্রশস্ত্র। এখনও চলছে তল্লাশি।

জানা গেছে, মৃত জঙ্গির নাম তারিক আহ ভাট। হিজাবুল মুজাহিদিন গোষ্ঠীর সদস্য ছিল সে। অন্যদিকে ধৃত জঙ্গি লস্কর-ই-তইবার সদস্য বলে জানা গেছে। তার নাম আদিল দর। সূত্রের খবর, তিন মাস আগে লস্কর-ই-তইবায় যোগদান করে সে।

শনিবার সন্ধ্যা থেকে শুরু হয় গুলির লড়াই। একটি পরিত্যক্ত বাগানে আত্মগোপন করেছিল ৩ থেকে ৪ জন জঙ্গি।

আরও পড়ুন, কমছে GST, দাম কমছে ৩০টি পণ্যের

.