নাগরিকত্ব সংশোধনী বিল-কাশ্মীর নিয়ে তোলপাড়ের অপেক্ষায় শীত অধিবেশন, ইঙ্গিত দিয়ে রাখল বিরোধীরা
এবার শীত অধিবেশনে সংসদে আনা হতে পারে নাগরিকত্ব সংশোধনী বিল
নিজস্ব প্রতিবেদন: সব ইস্যু নিয়েই আলোচনা হবে। সোমবার শীত অধিবেশেনের আগে সর্বদলীয় বৈঠকে আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী। তারপরেও সংসদ তোলপাড় করার ইঙ্গিত দিয়ে রাখল বিরোধীরা। দেশে আর্থিক মন্দা, কাশ্মীর, নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে উত্তাল হতে পারে সংসদ।
আরও পড়ুন-আইটি সেক্টরে 'ব্যাপক' ছাঁটাই, তরুণ প্রজন্মের পাশে দাঁড়িয়ে সেক্টর ফাইভে মিছিলের ডাক বামেদের
সর্বাদলীয় বৈঠকে কাশ্মীরি নেতাদের ‘বেআইনিভাবে’ আটক রাখার কথা তোলেন কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ। তাঁর দাবি ফারুক আবদুল্লার মতো বরিষ্ঠ সাংসদকে সংসদে আনতে হবে।
মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে এনডিএর সঙ্গে শিবসেনার সম্পর্ক প্রায় ভাঙার মুখে। এরকম এক অবস্থায় লোকসভায় শিবসেনার ১৮ ও রাজ্যসভায় ৩ সাংসদ বিভিন্ন বিল পাসের ক্ষেত্রে চাপে ফেলে দিতে পারে সরকারকে।
আরও পড়ুন-নাম না করে দিলীপ ঘোষকে 'গরু' বললেন পার্থ!
এবার শীত অধিবেশনে সংসদে আনা হতে পারে নাগরিকত্ব সংশোধনী বিল। এই বিল পাস হলে নাগরিকত্ব পেয়ে যাবেন পাকিস্তান, আফগানিস্থান, বাংলাদেশের হিন্দু, শিখ, পার্সি, জৈনরা। এনিয়ে তোলপাড় হতে পারে সাংসদ। শিবসেনা যদি বেঁকে বসে তাহলে ওই বিল নিয়ে রাজ্যসভায় বিপাকে পড়তে পারে সরকার। এর পর রয়েছে কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ, সেখানকার নেতাদের আটক রাখা ও দেশের আর্থিক মন্দার মতে বিষয়। এনিয়ে ছেড়ে কথা বলবে না বিরোধীরা।