পণবন্দীদের মুক্তি, বিনিময়ে ২৭ জন বন্দিকে মুক্তি দেবে ওড়িশা সরকার

পণবন্দীদের মুক্তির বিনিময়ে ২৭ জন বন্দিকে ছাড়তে রাজি হল ওড়িশা সরকার। বুধবার ওড়িশা বিধানসভায় একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। যাদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাদের মধ্যে ১৫ জন চাষি-মুলিয়ার সদস্য।

Updated By: Apr 4, 2012, 11:16 PM IST

পণবন্দীদের মুক্তির বিনিময়ে ২৭ জন বন্দিকে ছাড়তে রাজি হল ওড়িশা সরকার। বুধবার ওড়িশা বিধানসভায় একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। যাদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাদের মধ্যে ১৫ জন চাষি-মুলিয়ার সদস্য। বাকিদের মধ্যে ৮ জন মাওবাদীদের অন্ধ্র-ওড়িশা বর্ডার কমিটির সদস্য এবং ৪ জন মাওবাদীদের সব্যসাচী পণ্ডা গোষ্ঠীর সদস্য।
গত ১৭ মার্চ কন্ধমলে ২ ইতালিয় নাগরিককে অপহরণ করে মাওবাদীরা। ২৪ মার্চ রাতে অপহরণ করা হয় কোরাপুটের বিজেডি বিধায়ক ঝিনা হিকাকাকে। ইতালিয় নাগরিক ক্ল্যানডিও কোলানজিলোকে মুক্তি পেলেও এখনও বন্দী বসুস্কো পোলো ও ঝিনা হিকাকা এখনও বন্দী। তাদের মুক্তির জন্যই ওড়িশা সরকারের এই সিদ্ধান্ত।

.