সেনাপ্রধানের সুরেই পাকিস্তানকে হুঁশিয়ারি লেফটেন্যান্ট পরনায়িকের

সেনাপ্রধান বিক্রম সিংয়ের সুরেই পাকিস্তানকে হুঁশিয়ারি দিলেন নর্দার্ন কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল কে টি পরনায়িক। পরিষ্কার জানিয়ে দিলেন ``আমাদের সেনাদের আত্মহুতি ব্যর্থ হবে না।`` তিনি বলেন, ফের নিয়ন্ত্রণরেখা লঙ্ঘন করলে পাকিস্তানকে উপযুক্ত জবাব দেওয়া হবে। এবং ভারতের প্রত্যাঘাত ভালমতোই টের পাবে পাকিস্তান। পাকিস্তানের সমস্ত ধরনের আক্রমণের জবাব দিতে ভারত সম্পূর্ণ প্রস্তুত।

Updated By: Jan 15, 2013, 01:35 PM IST

সেনাপ্রধান বিক্রম সিংয়ের সুরেই পাকিস্তানকে হুঁশিয়ারি দিলেন নর্দার্ন কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল কে টি পরনায়িক। পরিষ্কার জানিয়ে দিলেন ``আমাদের সেনাদের আত্মহুতি ব্যর্থ হবে না।`` তিনি বলেন, ফের নিয়ন্ত্রণরেখা লঙ্ঘন করলে পাকিস্তানকে উপযুক্ত জবাব দেওয়া হবে। এবং ভারতের প্রত্যাঘাত ভালমতোই টের পাবে পাকিস্তান। পাকিস্তানের সমস্ত ধরনের আক্রমণের জবাব দিতে ভারত সম্পূর্ণ প্রস্তুত।
একইসঙ্গে, ভারতের বিরুদ্ধে পাকিস্তানের উরি সেক্টরে নিয়ন্ত্রণরেখা লঙ্ঘনের অভিযোগও খারিজ করে দিয়েছেন তিনি। সাংবাদিক বৈঠকে রীতিমতো উরি সেক্টরের সেনা মানচিত্র তুলে ধরে তিনি বুঝিয়ে দিয়েছেন, কীভাবে পাকিস্তানই জঙ্গি অনুপ্রবেশ করানোর জন্য উরি সেক্টরের দুর্গম ভূপ্রকৃতিকে ব্যবহার করার চেষ্টা করে।  

.