মুসলিম জনসংখ্যা বৃদ্ধি নিয়ে আশঙ্কাপ্রকাশ সেনাপ্রধানের, নাখুশ ওয়াইসি
এআইইউডিএফের বৃদ্ধি বিজেপির থেকেও তড়িত্ গতিতে ঘটছে। সেনাপ্রধানের এই মন্তব্যে ফোঁস করলেন ওয়াইসি।
নিজস্ব প্রতিবেদন: অসমে মৌলানা বদরুদ্দিন আজমলের অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের উত্থান নিয়ে আশঙ্কাপ্রকাশ করেছিলেন সেনাপ্রধান বিপিন রাওয়াত। তাঁকে এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকার পরামর্শ দিলেন আসাউদ্দিন ওয়াইসি। এআইএমআইএম প্রধানের কথায়,''রাজনৈতিক দলের উত্থান নিয়ে মন্তব্য করা সেনাপ্রধানের দায়িত্ব নয়।''
টুইটারে ওয়াইসি লিখেছেন,''রাজনৈতিক বিষয় হস্তক্ষেপ করা উচিত নয় সেনাপ্রধানের। সংবিধান ও গণতান্ত্রিকভাবে উত্থান ঘটতেই পারে রাজনৈতিক দলের। নির্বাচিত সরকারের অধীনেই সেনাকে কাজ করতে হবে।''
What,the Army Chief should not interfere in political matters it is not his work to comment on the rise of a political party ,Democracy & Constitution allows it and Army will always work under an Elected Civilian leadership https://t.co/PacWqqYXz1
— Asaduddin Owaisi (@asadowaisi) February 22, 2018
আরও পড়ুন- উত্তর-পূর্ব দখল করতে বাংলাদেশি ঢোকাচ্ছে পাকিস্তান, বললেন সেনাপ্রধান
অসমের বিভিন্ন জেলায় মুসলিম জনসংখ্যা বৃদ্ধি নিয়ে আশঙ্কাপ্রকাশ করে বুধবার বিপিন রাওয়াত বলেছিলেন,''এআইইউডিএফের বৃদ্ধি বিজেপির থেকেও তড়িত্ গতিতে ঘটছে। ভারতে অনুপ্রবেশকারী বাড়ানোর পরিকল্পনা করেছে আমাদের পশ্চিমের পড়শি (পড়ুন পাকিস্তান)। এলাকা দখল করে ছায়াযুদ্ধ করাই ওদের উদ্দেশ্য।''
AIUDF (All India United Democratic Front) have grown in a faster time-frame than the BJP grew over the years. When we talk of Jan Sangh with two MPs & where they have reached, AIUDF is moving at a faster pace in the state of Assam: Army Chief General Bipin Rawat (21.02.18) pic.twitter.com/XUIlBDhef6
— ANI (@ANI) February 22, 2018
সেনা অবশ্য দাবি করেছে, কোনওরকম রাজনৈতিক বা ধর্মীয় মন্তব্য করেননি সেনাপ্রধান। তিনি বলতে চেয়েছেন, অনুপ্রবেশকারীর সংখ্যা বৃদ্ধিতে এআইইউডিএফের জনপ্রিয়তা বাড়ছে। AIUDF-এর বিধায়ক আমিনুল ইসলামের দাবি, সমাজের নিচুতলার মানুষের জন্য কাজ করছে তাঁদের সংগঠন। অসমের ক্ষমতাও দখল করবেন তাঁরা।
AIUDF is working for the downtrodden. this is why our popularity is growing faster than BJP. We are hopeful that people of Assam irrespective of caste & creed, will accept AIUDF and our party will come to power soon: Aminul Islam, AIUDF MLA on Army chief's statement. pic.twitter.com/kYi9h7DnRF
— ANI (@ANI) February 22, 2018