তিরুপতি মন্দিরেও রিজার্ভ ব্যাঙ্কের থেকে দ্রুত টাকা গোনা হয়, কটাক্ষ চিদম্বরমের
মোদী সরকারকে আক্রমণ করতে গিয়ে রিজার্ভ ব্যাঙ্ককেও নিশানা করলেন পি চিদম্বরম।
নিজস্ব প্রতিবেদন: মোদী সরকারকে আক্রমণ করতে গিয়ে রিজার্ভ ব্যাঙ্ককেও নিশানা করলেন পি চিদম্বরম।
মনমোহন সিংয়ের পর কংগ্রেস প্লেনারি অধিবেশনে নরেন্দ্র মোদী সরকারের আর্থিক নীতিকে তুলোধনা করলেন প্রাক্তন অর্থমন্ত্রী। চিদম্বরম বলেন, ‘নোট বাতিলের মতো পদক্ষেপ মোদী সরকারের একটি বিশাল ধাপ্পা। মোদী সরকার বলেছিল, নোট বাতিল করলে কালো টাকা শেষ হয়ে যাবে। কিছুই হয়নি।’
I would like to tell the RBI officials why don't you go to Hundi collectors in Tirupati? They count money faster than you - P Chidambaram on demonetisation at #CongressPlenarySession pic.twitter.com/oA5e58GMvv
— ANI (@ANI) March 18, 2018
আরও পড়ুন-''আমার একটাই দোষ, আমি হাসিন জাহাঁর স্বামী''
নোট বাতিলের প্রসঙ্গ তুলে রিজার্ভ ব্যাঙ্ককেও আক্রমণ করেন চিদম্বরম। বলেন, ‘রিজার্ভ ব্যাঙ্কের আধিকারিকদের অনুরোধ, আপনারা একবার তিরুপতি মন্দিরের হান্ডি কালেক্টরদের কাছে যান। গিয়ে দেখুন, ওঁরা আপনাদের থেকেও দ্রুত টাকা গুনতে পারে। আপনারা এখনও বলতে পারছেন না কত টাকা আসলে বাজার থেকে উঠে এসেছে। এখনও বাতিল টাকা গুনছেন আপনারা।’
এনডিএ আমলে দেশের অর্থনীতির কথা বলতে গিয়ে চিদম্বরম বলেন, মোদী সরকার যখন ক্ষমতায় এসেছিল সে সময় দেশ এক শক্ত অর্থনৈতিক ভিত্তির উপরে দাঁড়িয়ে ছিল। এখন দারিদ্র সীমার নীচে থাকা মানুষের সংখ্যা বেড়েছে। জিএসটিতে কোনও লাভ হয়নি।