গুজরাত উপকূলে ৫৬ জন ভারতীয় মত্সজীবীকে আটক করল পাকিস্তান
গুজরাত উপকূলের জখায়ু বন্দরে ৫৬ জন ভারতীয় মত্সজীবীকে আটক করল পাকিস্তানের মেরিটাইম সিকিউরিটি এজেন্সি। আটক করা হয়েছে মত্সজীবীদের ১০টি নৌকো।
ওয়েব ডেস্ক: গুজরাত উপকূলের জখায়ু বন্দরে ৫৬ জন ভারতীয় মত্সজীবীকে আটক করল পাকিস্তানের মেরিটাইম সিকিউরিটি এজেন্সি। আটক করা হয়েছে মত্সজীবীদের ১০টি নৌকো।
ভারতের সিকিউরিটি অফ ন্যাশনাল ফিশারওয়ার্ক ফোরামের সচিব মনীশ লোধারি সংবাদ সংস্থা পিটিআইকে জানান, পোরবন্দর থেকে ৮টি, ওখা থেকে একটি ও মঙ্গরোল থেকে একটি নৌকো আটক করা হয়েছে। গত সেপ্টেম্বর থেকে এই নিয়ে তৃতীয়বার ভারতীয় মত্সজীবীদের আটক করল পাকিস্তান। এর আগে জখায়ু বন্দর থেকেই গত ২ অক্টোবর ৫৫ জন মত্সজীবী ও আটটি নৌবহর আটক করে পাকিস্তান।
গত ২৭ সেপ্টেম্বর একই ভাবে ২৭ জন মত্সজীবী ও পাঁচটি নৌবহর আটক করেছিল পাকিস্তান।