১০০ জন ভারতীয় জেলেকে গ্রফতার করল পাকিস্তান

সমুদ্রসীমা উলঙ্ঘন করার অভিযোগে ১০০ জন ভারতীয় জেলেকে গ্রেফতার করল পাকিস্তান। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা মেরিটাইম সিকিউরিটি এজেন্সি ১২টি লঞ্চ সহ ওই জেলেদেরকে গ্রেফতার করে বলে পাকিস্তানের বেতার মাধ্যমের খবর। গ্রেফতার হওয়া সকল জেলেদেরকেই পাকিস্তানের উপকূলীয় শহর করাচিতে নিয়ে যাওয়া হয়েছে।

Updated By: Oct 4, 2015, 08:40 PM IST
১০০ জন ভারতীয় জেলেকে গ্রফতার করল পাকিস্তান

ওয়েব ডেস্ক: সমুদ্রসীমা উলঙ্ঘন করার অভিযোগে ১০০ জন ভারতীয় জেলেকে গ্রেফতার করল পাকিস্তান। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা মেরিটাইম সিকিউরিটি এজেন্সি ১২টি লঞ্চ সহ ওই জেলেদেরকে গ্রেফতার করে বলে পাকিস্তানের বেতার মাধ্যমের খবর। গ্রেফতার হওয়া সকল জেলেদেরকেই পাকিস্তানেরউপকূলীয় শহর করাচিতে নিয়ে যাওয়া হয়েছে।

পাকিস্তান বেতার মাধ্যমের খবর অনুযায়ী পাকিস্তানের উপকূলীয় অঞ্চলের সীমা উলঙ্ঘন করেছে ভারতীয় জেলেরা, এই অভিযোগেই তাদের গ্রেফতার করা হয়েছে। ভারতীয় জেলেদেরকে পাকিস্তান পুলিসের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন মেরিটাইম সিকিউরিটি এজেন্সির মুখপাত্র কমান্ডর ওয়াজিদ নওয়াজ। তিনি আরও বলে, "ওই জেলেদের বিরুদ্ধে যাবতীয় মামলা ঋজু করবে পাকিস্তান পুলিস। সমুদ্র উপকূলীয় অঞ্চল থেকে ভারতীয় বোট গুলিকেও বাজেয়াপ্ত করা হয়েছে"।

.