হার্ট অফ এশিয়া কনফারেন্সের আগে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠক পাক বিদেশ সচিবের
ফাঁস হল গোপন বিষয়। পাক প্রধানমন্ত্রীর বিদেশ দফতরের সচিব সরতাজ আজিজ গতকাল বিকেলে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভলের সঙ্গে দেখা করলেন। দুই দেশের মধ্যে তৈরি হওয়ার কূটনৈতিক সমস্যা নিয়েই তাঁরা প্রায় ৩০ মিনিট আলোচনা করেন।
![হার্ট অফ এশিয়া কনফারেন্সের আগে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠক পাক বিদেশ সচিবের হার্ট অফ এশিয়া কনফারেন্সের আগে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠক পাক বিদেশ সচিবের](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/12/04/72077-heartofasia.jpg)
ওয়েব ডেস্ক : ফাঁস হল গোপন বিষয়। পাক প্রধানমন্ত্রীর বিদেশ দফতরের সচিব সরতাজ আজিজ গতকাল বিকেলে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভলের সঙ্গে দেখা করলেন। দুই দেশের মধ্যে তৈরি হওয়ার কূটনৈতিক সমস্যা নিয়েই তাঁরা প্রায় ৩০ মিনিট আলোচনা করেন।
হার্ট অফ এশিয়া কনফারেন্সে যোগ দিতে গতই ভারতে এসেছেন সারতাজ আজিজ। গতকাই তিনি অজিত দোভলের সঙ্গে দেখা করার পাশাপাশি আফগান প্রেসিডেন্ট আশরফ ঘনির সঙ্গেও কথা বলেন।
দু'দিনের হার্ট অফ এশিয়া কনফারেন্স এবার বসেছে পাঞ্জাবের অমৃতসরে। বিশ্ব সন্ত্রাসবাদ নিয়ে আলোচনা করার পাশাপাশি সেখানে যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তান নিয়েও কথা হবে।