পাক সীমান্তে অনুপ্রবেশকারীকে গুলি BSF-এর
এক অনুপ্রবেশকারীকে গুলি করে নিকেশ করল BSF। ঘটনাটি ঘটেছে উত্তর পাঞ্জাবের ভারত-পাকিস্তান সীমান্তে পাঠানকোট এলাকায়। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
![পাক সীমান্তে অনুপ্রবেশকারীকে গুলি BSF-এর পাক সীমান্তে অনুপ্রবেশকারীকে গুলি BSF-এর](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/12/03/72013-bsfintrudergunned.jpg)
ওয়েব ডেস্ক : এক অনুপ্রবেশকারীকে গুলি করে নিকেশ করল BSF। ঘটনাটি ঘটেছে উত্তর পাঞ্জাবের ভারত-পাকিস্তান সীমান্তে পাঠানকোট এলাকায়। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
জানা গেছে, পাঞ্জাব, জম্মু-কাশ্মীর ও পাকিস্তান সীমান্ত সংলগ্ন পাঠানকোট জেলার বামিয়াল সীমান্তে টহল দিচ্ছিলেন BSF জওয়ানরা। সেখানেই হঠাত্ করে ওই পাক অনুপ্রবেশকারীকে চিহ্নত করা হয়। ধাওয়া করার পরও কথা না শোনায় তাকে লক্ষ করে গুলি চালায় BSF। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই অনুপ্রবেশকারীর।
চলতি বছর জানুয়ারি মাসে পাঠানকোটের বায়ুসেনা ঘাঁটিতে হামলা চালায় পাকিস্তানি জঙ্গিরা। সেই ঘটনার তদন্ত চলছে এখনও।