বিজেপি ফিরতেই কাশ্মীর নিয়ে ফের ভারতকে হুমকি দিল পাকিস্তান

পাকিস্তানের দাবি, রাষ্ট্রসংঘের প্রস্তাব অনুযায়ী কাশ্মীরে গণভোটের আগে সেখানে সাংবিধানিক বিশেষাধিকারে হস্তক্ষেপের অধিকার নেই ভারতের। 

Updated By: May 24, 2019, 12:30 PM IST
বিজেপি ফিরতেই কাশ্মীর নিয়ে ফের ভারতকে হুমকি দিল পাকিস্তান

নিজস্ব প্রতিবেদন: জম্মু ও কাশ্মীরের বিশেষ সাংবিধানিক অধিকারে ভারত হস্তক্ষেপ করলে বিরোধিতা করবে পাকিস্তান। বৃহস্পতিবার ভারতজুড়ে মোদীঝড়ের পর এমন বিবৃতি সেদেশের বিদেশ মন্ত্রকের।

পাকিস্তানের দাবি, রাষ্ট্রসংঘের প্রস্তাব অনুযায়ী কাশ্মীরে গণভোটের আগে সেখানে সাংবিধানিক বিশেষাধিকারে হস্তক্ষেপের অধিকার নেই ভারতের। 

 

বৃহস্পতিবারই বিপুল সমর্থন নিয়ে দিল্লির মসনদে ফিরেছে বিজেপি। ফের একবার প্রধানমন্ত্রী হতে চলেছেন নরেন্দ্র মোদী। নীতিগতভাবে বরাবর সংবিধানের ৩৭০ অনুচ্ছেদের বিরোধী বিজেপি। সংবিধানের এই অনুচ্ছেদ অনুসারেই জম্মু ও কাশ্মীরকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়া হয়েছে। 

দলের বিপুল জয়ের পরও সভাপতির পদে থেকে সরে দাঁড়াচ্ছেন অমিত শাহ?

বলে রাখি, গত ১৩ মে কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গডকড়ি বলেন, কাশ্মীরের পরিস্থিতি জটিল হওয়ায় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদের বিলোপ ঘটায়নি মোদী সরকার। তবে দল যে এই অনুচ্ছেদের বিলোপের ব্যাপারে বদ্ধপরিকর, তাও জানিয়ে দেন তিনি। বলেন, কাশ্মীরের উন্নয়নে সেখানে বিনিয়োগ দরকার। কিন্তু অকাশ্মীরি কেউ সেরাজ্যে জমি কিনতে না-পারায় বিনিয়োগ আসছে না। ফলে ক্রমশ পিছিয়ে পড়ছে রাজ্যটি। 

.