করতারপুর গুরুদ্বারে ভারতীয়দের থেকে ১৪০০ টাকা দাবি পাকিস্তানের, খারিজ নয়াদিল্লির
করতারপুর নিয়ে জটিলতা কাটাতে দ্বিপাক্ষিক আলোচনা চালাচ্ছে ভারত-পাকিস্তান।
নিজস্ব প্রতিবেদন: আর্থিক সংকটে জেরবার পাকিস্তান। আর দেশের কোষাগার ভরাতে করতারপুর গুরদ্বারের দর্শনার্থীদের কাছ থেকে ২০ ডলার পরিষেবা ফি নেওয়ার প্রস্তাব দিয়েছে পাকিস্তান। কিন্তু তা মানতে নারাজ নয়াদিল্লি।
করতারপুর নিয়ে জটিলতা কাটাতে দ্বিপাক্ষিক আলোচনা চালাচ্ছে ভারত-পাকিস্তান। তৃতীয় দফার বৈঠকের পর এক ভারতীয় আধিকারিক জানান, করতারপুর গুরুদ্বারে দর্শনার্থী পিছু ২০ ডলার বা ভারতীয় মুদ্রায় ১৪০০ টাকা দাবি করেছে পাকিস্তান। বিষয়টি টাকার নয়। গুরুদ্বার বা কোনও ধর্মীয়স্থানে ঢোকার জন্য টাকা নেওয়া অনুচিত। ফি নেওয়ার দাবি মানা হবে না। বিদেশমন্ত্রকের যুগ্মসচিব দীপক মিত্তল বলেন,'টাকাটা বড় ব্যাপার নয়। কিন্তু ভারতে কোনও ধর্মীয়স্থানে ফি নেওয়া হয় না। সে কারণে বিরোধিতা করেছি আমরা।'
শারণার্থীদের সঙ্গে ভারতীয় দূতাবাসের কর্মীদের যেতে দেওয়া হোক বলে প্রস্তাব দিয়েছে নয়াদিল্লি। কিন্তু ভারতের প্রস্তাব খারিজ করে দিয়েছে পাকিস্তান। এব্যাপারে বিবেচনার জন্য ইসলামাবাদকে অনুরোধ করেছে নয়াদিল্লি। বিদেশমন্ত্রকের অভ্যন্তরীণ নিরাপত্তার যুগ্মসচিব এসসিএল দাসের কথায়,''আমরা আশাবাদী, এটাই চূড়ান্ত বৈঠক। দুটি বিষয় নিয়ে আপত্তি রয়েছে। দর্শনার্থীদের থেকে কোনওরকম চার্জ নেওয়া উচিত নয়। এব্যাপারে তাদের নমনীয় হতে হবে।''
প্রতিদিন ৫০০০ দর্শনার্থী করতারপুর সাহিব গুরুদ্বার পরিদর্শন করতে পারবেন বলে সহমত হয়েছে দুপক্ষই। উতসবের দিনে পাঁচ হাজারের বেশি মানুষ যেতে পারবেন। এরইসঙ্গে ভারতীয় দর্শনার্থীদের লাগবে না কোনও ভিসা। ধর্ম ব্যতিরেকে ভিসা ছাড়া গুরুদ্বারে যেতে পারবেন দর্শনার্থীরা। ওসিআই কার্ড রয়েছে এমন ভারতীয় বংশোদ্ভূতরাও যেতে পারবেন করতারপুর সাহিব গুরুদ্বারে। ৩৬৫ দিন খোলা থাকবে করতারপুর করিডর।
আরও পড়ুন- লস্কর জঙ্গির স্বীকারোক্তির ভিডিয়ো প্রকাশ করে পাকিস্তানের মুখোশ খুলল ভারত