নিজস্ব প্রতিবেদন: ভারত-পাক উত্তেজনার মধ্যেও অনুপ্রবেশের চেষ্টার খামতি নেই পাক জঙ্গিদের। নিয়ন্ত্রণরেখায় ভারতীয় সেনার তাড়া খেয়ে পালাতে বাধ্য হল জঙ্গিরা। সেই ছবি প্রকাশ করেছে সংবাদসংস্থা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-নানুরে বিজেপি কর্মী খুনে পুলিসের বিরুদ্ধে বিক্ষোভ, আগাম জামিন মঞ্জুর সৌমিত্র খাঁ-র


অনুপ্রবেশের চেষ্টার ওই ঘটনাটি ঘটে গত ৩০ জুন। এদিন, কুপওয়ারায় ভারতীয় সীমানায় ভারতীয় সেনার আউট পোস্টগুলিতে হামলার চেষ্টা করে ৫-৬ পাক জঙ্গি। অনুপ্রবেশ ব্যর্থ করতে গুলি চালায় সেনা। ফলে পালাতে বাধ্য হয় জঙ্গিরা। সেই ভিডিয়ো প্রকাশ করেছে সংবাদসংস্থা এএনআই।



উল্লেখ্য, গোয়েন্দাদের আশঙ্কা বিপুল হাতিয়ার-সহ ভারতে জঙ্গিদের ঢুকিয়ে দেওয়ার পরিকল্পনা করেছে পাকিস্তান। নিয়ন্ত্রণরেখায় অন্তত ৩১টি জায়গা দিয়ে ভারতে ঢোকার চেষ্টা করবে তারা।



গোয়েন্দা সূত্রে আরও খবর, পাক সেনা ও জামাত-উল-হাদিস কমপক্ষে ৩-৪ হাজার যুবককে রাওয়ালপিন্ডিতে জঙ্গি প্রশিক্ষণ দিয়েছে। তারাই অক্টোবরে ভারতে ঢুকতে তৈরি। ওইসব জঙ্গিদের মধ্যে পাক অধিকৃত কাশ্মীরের কিছু জঙ্গি রয়েছে।


আরও পড়ুন-অনির্দিষ্টকাল পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে টালা ব্রিজে, ঘোষণা নবান্নের


প্রসঙ্গত, এবছর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে সেনাবাহিনী একটি ভিডিয়ো প্রকাশ করে। সেখানে দেখা যাচ্ছে পাকিস্তানের বর্ডার অ্যাকশন ফোর্স কাশ্মীরে ঢোকার চেষ্টা করছে। ওই অনুপ্রবেশের থার্মাল ইমেজ প্রকাশ করে সেনা।