সংসদে কার্টুন বিতর্কের জের, ভাঙচুর এনসিইআরটি-র দফতরে

আম্বেদকরের কার্টুন বিতর্কের জেরে এনসিইআরটি-র কার্যালয়ে ভাঙচুর চালাল একদল ব্যক্তি। পুণে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এনসিইআরটি-র কার্যালয়ের দায়িত্বে ছিলেন সুহাস পালশিকার। পুলিস জানিয়েছে, কার্টুন বিতর্ক নিয়ে আলোচনার জন্য সংস্থার কার্যালয়ে কয়েকজনকে আমন্ত্রণ জানিয়েছিলেন পালশিকার।

Updated By: May 12, 2012, 08:52 PM IST

আম্বেদকরের কার্টুন বিতর্কের জেরে এনসিইআরটি-র কার্যালয়ে ভাঙচুর চালাল একদল ব্যক্তি। পুণে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে  এনসিইআরটি-র কার্যালয়ের দায়িত্বে ছিলেন সুহাস পালশিকার। পুলিস জানিয়েছে, কার্টুন বিতর্ক নিয়ে আলোচনার জন্য সংস্থার কার্যালয়ে কয়েকজনকে আমন্ত্রণ জানিয়েছিলেন পালশিকার। আলোচনা চলাকালীন ওই ব্যক্তিরা হঠাতই বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। তারপরই শুরু হয়ে যায় ঘরের আসবাবপত্র ভাঙচুর। ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিস। রিপাবলিকান প্যান্থার অফ ইন্ডিয়া নামে একটি সংগঠনের মুখপাত্র ঘটনার দায় স্বীকার করেছেন।
সংগঠনের অভিযোগ, স্কুলের পাঠ্য বইয়ে বিআর আম্বেদকরের কার্টুন ছেপে দলিত আইকনকে অপমান করা হয়েছে। আম্বেদকরের কার্টুন বিতর্কে গতকাল উত্তাল হয় সংসদ। বিরোধীদের চাপে এনসিইআরটি-র পাঠ্যবই থেকে কার্টুন সংক্রান্ত বিতর্কিত অংশ বাদ দেওয়ার কথা জানান কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী কপিল সিব্বল। বিতর্কের জেরে এনসিইআরটি-র দুজন উপদেষ্টা পদত্যাগ করেন। তাঁদের মধ্যে একজন সুহাস পালশিকার।

.