এগারো বছর পর সংসদে ফিরছে স্মোকিং রুম

আবার সংসদ ভবনে ধুমপান করার অনুমতি পেতে চলেছেন সাংসদরা। আগামিকাল থেকে সংসদের ঐতিহাসিক সেন্ট্রাল হলের লাগোয়া ঘরই পরিণত হতে চলেছে স্মোকিং রুমে।

Updated By: Jul 29, 2015, 09:45 PM IST
এগারো বছর পর সংসদে ফিরছে স্মোকিং রুম

ওয়েব ডেস্ক: আবার সংসদ ভবনে ধুমপান করার অনুমতি পেতে চলেছেন সাংসদরা। আগামিকাল থেকে সংসদের ঐতিহাসিক সেন্ট্রাল হলের লাগোয়া ঘরই পরিণত হতে চলেছে স্মোকিং রুমে।

বাদল অধিবেশন শুরুর দিনেই, অর্থাত্ ২১ জুলাই স্পিকার সুমিত্রা মহাজনের সঙ্গে দেখা করেন শাসক দল ও বিরোধী দলের বেশ কিছু সাংসদ। তাদের অনুরোধেই স্মোকিং রুম ফিরতে চলেছে সংসদে। আগে ওই ঘর ছিল স্টেনোগ্রাফারদের। সংসদ ভবনের তৃতীয় তলে এখন বানানো হয়েছে স্টেনোগ্রাফারদের নতুন ঘর।

২০০৪ সালে সংসদের সেন্ট্রাল হল ও লবি নো স্মোকিং জোন ঘোষণা করেছিলেন তত্কালীন স্পিকার সোমনাথ চ্যাটার্জি।

 

.