ঢেলে সাজানো হচ্ছে সংসদ ভবনকে, বরাত পেল গুজরাটের কোম্পানি
তৈরি করা হবে একটি সেন্ট্রাল সেক্রেটারিয়েট ভবন। আগামী ২৫০ বছরের কত মাথায় রেখে ওই ভবনটি তৈরি করা হবে
নিজস্ব প্রতিবেদন: নতুন করে সাজিয়ে তোলা হবে সংসদ ভবনকে। এই কাজের দায়িত্ব পেয়েছে আহমেদাবাদের কোম্পানি এইচসিপি ডিজাইন প্ল্যানিং। সরবমতী রিভার ফ্রন্ট সাজানোর অভিজ্ঞতা রয়েছে এই কোম্পানির। সংস্থার প্রধান বিমল প্যাটেল জানিয়েছেন, ভবনের মূল স্থাপত্তের রদবদল না ঘটিয়েই সাজিয়ে তোলা হবে সংসদ ভবনকে।
আরও পড়ুন-ভারত-বাংলাদেশ সীমান্তে গরু পাচার রুখতে তৎপর সিবিআই, চক্রে যোগ রাজনৈতিক নেতাদেরও
কেন্দ্রীয় নগর উন্নয়ন মন্ত্রী হরদীপ পুরী জানিয়েছেন, সংসদ ভবন সাজানোর জন্য খরচ করা হবে ২২৯.৭ কোটি টাকা। এর জন্য খরচ ধরা হয়েছিল ৪৪৮ কোটি টাকা। মোট খরচের ৩-৫ শতাংশ খরচ হবে কনসাল্টেশন ফি হিসেবে।
আরও পড়ুন-'স্বাস্থ্যই সম্পদ!' আয়ুর্বেদ দিবসে বার্তা দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়
দিল্লির বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দফতর। এর জন্য ভাড়া হিসেবে খরচ হয় ১০০০ কোটি টাকা। সেকথা মাথায় রেখে তৈরি করা হবে একটি সেন্ট্রাল সেক্রেটারিয়েট ভবন। আগামী ২৫০ বছরের কত মাথায় রেখে ওই ভবনটি তৈরি করা হবে।