নিজস্ব প্রতিবেদন: ফিরে আসতে পারে কি লকডাউনের হতাশাময় দিন? অন্তত মহারাষ্ট্রের গতিপ্রকৃতি সেই দিকেই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

করোনার (COVID-19) দাপটে নতুন করে নাজেহাল মহারাষ্ট্র (Maharashtra)। ইতিমধ্যেই ঔরঙ্গাবাদে (Aurangabad) আংশিক লকডাউন (partial lockdown) ঘোষিত হয়েছে। ১১ মার্চ থেকে ৪ এপ্রিল থাকবে সেই আংশিক লকডাউন। রাত ৯টা থেকে ভোর ৬টা। 


আরও পড়ুন: বিক্ষোভের ১০০ দিন পূর্ণ, কৃষি আইন নিয়ে সুর নরম কেন্দ্রের


এখন শোনা যাচ্ছে, আগামী ১০ দিনের মধ্যে যদি সেখানে এই সংক্রমণ নিয়ন্ত্রণে না আসে তাহলে মুম্বইয়েও (Mumbai)আংশিক লকডাউন হতে পারে। সে রাজ্যের মন্ত্রী এমনই ইঙ্গিত দিয়েছেন।


গত সেপ্টেম্বরে করোনা যেভাবে হামলা চালিয়েছিল মহারাষ্ট্রে, এবারেও যেন ঠিক সেভাবেই মাথাচাড়া দিয়ে উঠছে ঘাতক ভাইরাস! যা নিয়ে শঙ্কিত সংশ্লিষ্ট সব মহলই। গত দু'দিনে মহারাষ্ট্রে নতুন করে ১০ হাজার করোনা পজিটিভ (Corona Positive) কেসের খবর মিলেছে। রবিবারে সংখ্যাটা দাঁড়িয়েছে ১১ হাজারেরও বেশি। সব মিলিয়ে রীতিমতো চিন্তায় ঠাকরে-সরকার।


আরও পড়ুন: ধর্ষককে বিয়ে করতে বলিনি, মন্তব্যের ব্যাখ্যা দিলেন প্রধান বিচারপতি Bobde