পুরনো ফর্মে ফিরছে Maharashtra, রবিবার ৫ মাসের রেকর্ড ভাঙল Covid আক্রান্তের সংখ্যা

রাজ্যে সুস্থতার হার ৯৩.১০ শতাংশ হলেও ৩৮ জনের মৃত্যু হয়েছে গত ২৪ ঘণ্টায়।

Updated By: Mar 7, 2021, 10:37 PM IST
পুরনো ফর্মে ফিরছে Maharashtra, রবিবার ৫ মাসের রেকর্ড ভাঙল Covid আক্রান্তের সংখ্যা

নিজস্ব প্রতিবেদন: ক্রমশ পুরনো ফর্মে ফিরছে মহারাষ্ট্রের করোনা পরিস্থিতি। গত ২৪ ঘণ্টায় সেখানে করোনা সংক্রমণে প্রাণ হারিয়েছেন ৩৮ জন। এনিয়ে রাজ্যে এখনও প্রর্যন্ত করোনায় প্রাণ হারালেন ৫২,৪৭৮ জন। আর রাজ্যে সংক্রমিত রোগীর সংখ্যা পার করেছে ২২ লাখ। গত এক মাসে তা বেড়েছে ১ লাখ।

আরও পড়ুন-প্রার্থী 'না পসন্দ', উত্তর ২৪ পরগনায় TMC-তে ভাঙন, দল ছাড়লেন ২ নেতা

রবিবারের হিসেব অনুযায়ী উদ্ধব ঠাকরের(Uddhav Thackray) রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১১,০০০ বেশি মানুষ। গত ৫ মাস এই সংখ্যা একটি রেকর্ড। বর্তমানে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়াল ২২,১৯,৭২৭।

শনিবার রাজ্যে করোনা আক্রান্ত হয়েছিলেন ১০,১৮৭ জন। রাজ্যে সুস্থতার হার ৯৩.১০ শতাংশ হলেও ৩৮ জনের মৃত্যু হয়েছে গত ২৪ ঘণ্টায়।

আরও পড়ুন-Modi-র ব্রিগেড থেকে ফেরার পথে BJP কর্মীদের গাড়িতে 'বিস্ফোরণ', আগুন

রাজ্য সরকারের(Maharashtra)হিসেব অনুযায়ী, নাগপুরে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১,০৭৩ জন, পুণা শহরে ৯৯৩ জন, পিম্প্রিতে ৫৭৩ জন, ঔরঙ্গাবাদে ৪৬৯ জন, অমরাবতীতে ৩৮৪ জন ও নানদেওতে ২০০ জন।

.