রাজ্যে করোনায় মৃতের সংখ্যা ২ হাজার পার, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২,৯৪৯ জন

রাজ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে কলকাতায়

Edited By: সিকান্দর আবু জ়াফর | Updated By: Aug 8, 2020, 10:02 PM IST
রাজ্যে করোনায় মৃতের সংখ্যা ২ হাজার পার, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২,৯৪৯ জন
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন: সুস্থ হওয়ার হার বাড়লেও করোনার দাপট যেন কমছেই না রাজ্যে। গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে করোনা আক্রান্ত হলেন ২,৯৪৯ জন। মৃত্যু হল ৫১ জনের। এমনটাই জানানো হয়েছে রাজ্য স্বাস্থ্য় দফতরের বুলেটিনে।

আরও পড়ুন-দলে শাড়ি বিক্রির বিজ্ঞাপন! বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী হয়েই বিতর্কে অগ্নিমিত্রা পাল

কয়েকদিন ধরেই আক্রান্তের সংখ্যা নামার কোনও লক্ষণ নেই। এখনও পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্ত হলেন, ৯২,৬১৫ জন। মৃত্যু হল ২০০৫ জনের। সক্রিয় করোনা আক্রান্ত ২৫,৪৮৬ জন। সুস্থ হয়েছেন ৬৫,১২৪ জন। শতাংশের হিসেবে এই হার ৭০.৩২ শতাংশ।

এদিকে, রাজ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে কলকাতায়। এখনও পর্যন্ত কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ২৭,২৪১ জন।  মৃত্যু হয়েছে ৯২৭ জনের। গত ২৪ ঘণ্টায় মৃত্যু ২০ জনের। রাজ্যে মোট মৃত্যুর প্রায় অর্ধেক কলকাতায়।

আরও পড়ুন-কোভিড হাসপাতালে চাকরিরত ডাক্তারকে কেন ঘরে রাখা হয়েছে, বেহালায় হেনস্থা চিকিত্সককে

কলকাতার পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। কলকাতা লাগোয়া এই জেলায় এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১৯,৯৬৭ জন। মৃত্যু হয়েছে ৪৬৩ জনের। গত ২৪ ঘণ্টায় মৃত্যু ১৯ জনের। উত্তর ২৪ পরগনার পর মৃত্যুর সংখ্যা বেশি হাওড়ায়। সেখানে এখনও পর্য্ন্ত করোনায় প্রাণ হারিয়েছেন ২৪৩ জন। হুগলিতে প্রাণ হারিয়েছেন ৬৮ জন।

.