Urinating on flight: ফের মাঝ আকাশে প্রস্রাব! নিউ ইয়র্ক থেকে দিল্লিগামী অভব্য আচরণ যাত্রীর...
মার্চ মাসেও একই ঘটনা ঘটেছিল আমেরিকান এয়ারলাইন্সের নিউ ইয়র্ক থেকে দিল্লিগামী বিমানে।
![Urinating on flight: ফের মাঝ আকাশে প্রস্রাব! নিউ ইয়র্ক থেকে দিল্লিগামী অভব্য আচরণ যাত্রীর... Urinating on flight: ফের মাঝ আকাশে প্রস্রাব! নিউ ইয়র্ক থেকে দিল্লিগামী অভব্য আচরণ যাত্রীর...](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/04/24/417747-plan.jpg)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: ব্যবধান মাস দেড়েকের। বিমানে ফের সহযাত্রীর গায়ে প্রস্রাব! যিনি এই কাণ্ড ঘটিয়েছেন, তিনি মত্ত ছিলেন বলে অভিযোগ। এবার সেই আমেরিকান এয়ারলাইন্সের নিউ ইয়র্ক থেকে দিল্লিগামী ফ্লাইটে।
রবিবার রাতের ঘটনা। নিউ ইয়র্ক থেকে দিল্লিতে আসছিল আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমান। অভিযোগ, বিমান তখন মাঝ আকাশে। মত্ত এক যাত্রী আর এক যাত্রীর গায়ে প্রস্রাব করে দেন! তারপর? বিমানটি দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে অভিযুক্ত যাত্রীকে হেফাজতে নেয় CISF।
আরও পড়ুন: Acid Attack: বিয়ের আসরেই বরকে লক্ষ্য করে অ্যাসিড ছুড়লেন তরুণী, কারণ জানলে অবাক হবেন
এর আগে, মার্চ মাসেও একই ঘটনা ঘটেছিল আমেরিকান এয়ারলাইন্সের নিউ ইয়র্ক থেকে দিল্লিগামী বিমানে। সেবার সহযাত্রীর গায়ে প্রস্রাব করে দিয়েছিলেন এক ভারতীয় ছাত্র। আন্তর্জাতিক প্রোটোকল মেনে তখনকার মতো পরিস্থিতি সামাল দেন বিমানকর্মীরা। এরপর দিল্লিতে বিমানবন্দরে CISF ও পুলিসকে ঘটনাটি জানানো হয়।