ওয়েব ডেস্ক: ফের উধাও পাঠানকোট থেকে ভাড়া করা একটি ট্যাক্সি! হিমাচল প্রদেশের কাংড়া থেকে উদ্ধার ড্রাইভারের দেহ। আর এ ঘটনাই উস্কে দিয়েছে পাঠানকোট কাণ্ডের স্মৃতি। ট্যাক্সির নম্বর-ছবি দিয়ে রাজধানী দিল্লি জুড়ে জারি হয়েছে হাই অ্যালার্ট। প্রজাতন্ত্র দিবসের আগে কোনও রকম বিপত্তি এড়াতে নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে রাজধানী। জানা গিয়েছে কয়েকদিন আগে পাঠানকোট থেকে তিন অজ্ঞাতপরিচয় ট্যাক্সিটি ভাড়া নেয়। তার পর থেকে খোঁজ নেই তাদের। সাদা অল্টো গাড়িটির রেজিস্ট্রেশন হিমাচল প্রদেশের। পাঠানকোট হামলার আগে জঙ্গিরা ছিনতাই করেছিল এসপি সালবিন্দর সিংয়ের গাড়ি। কয়েকদিন আগে নয়ডা থেকে ছিনতাই হয়েছে এক আইটিবিপি কর্তার SUV। সেটির খোঁজেও জারি হয়েছে সতর্কতা।

English Title: 
pathankot
News Source: 
Home Title: 

ফের উধাও পাঠানকোট থেকে ভাড়া করা একটি ট্যাক্সি!

ফের উধাও পাঠানকোট থেকে ভাড়া করা একটি ট্যাক্সি!
Yes
Is Blog?: 
No
Section: