কাশ্মীর উপত্যকায় আফজল গুরুর দেহাবশেষ ফিরিয়ে আনার দাবি করল পিডিপি
এ বার উপত্যকায় আফজল গুরুর দেহাবশেষ ফিরিয়ে আনার দাবি তুলল PDP। গতকালই জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী পদে শপথ নেন দলের নেতা মুফতি মহম্মদ সইদ। তিনি উপত্যকায় শান্তিপূর্ণ ভোটের কৃতিত্ব পাকিস্তান, হুরিয়ত এবং জঙ্গিদের দেওয়ায় অস্বস্তিতে পড়ে জোট সরকারের শরিক বিজেপি।
ব্যুরো: এ বার উপত্যকায় আফজল গুরুর দেহাবশেষ ফিরিয়ে আনার দাবি তুলল PDP। গতকালই জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী পদে শপথ নেন দলের নেতা মুফতি মহম্মদ সইদ। তিনি উপত্যকায় শান্তিপূর্ণ ভোটের কৃতিত্ব পাকিস্তান, হুরিয়ত এবং জঙ্গিদের দেওয়ায় অস্বস্তিতে পড়ে জোট সরকারের শরিক বিজেপি।
আজ আট PDP বিধায়কের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, আফজল গুরুর ফাঁসি বিচারের নামে প্রহসন ছাড়া অন্য কিছু নয়। কাশ্মীরে তাঁর পরিবারের হাতে দেহাবশেষ তুলে দেওয়ার দাবি জানিয়েছেন PDP বিধায়কেরা।
আফজল গুরুর ফাঁসি রুখতে জম্মু-কাশ্মীর বিধানসভায় প্রস্তাব এলেও তা পাস না হওয়ায় ঘুরিয়ে ন্যাশনাল কনফারেন্সের সমালোচনা
করেছে PDP. বিধান পরিষদের ভোটের দিকে তাকিয়েই PDP আফজল গুরুকে নিয়ে এ সব বলছে বলে অভিযোগ করেছেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। সংসদ হামলার দায়ে দু-হাজার তেরোর ফেব্রুয়ারিতে তিহার জেলে আফজল গুরুর ফাঁসি হয়েছিল।