ময়ূর ব্রহ্মচারী! ফের বিতর্কিত মন্তব্য করে শিরনামে রাজস্থান হাইর্কোর্টের বিচারপতি

'গোরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক! কারণ গরুর মধ্যে হিন্দু দেবতার সব রূপই বর্তমান৷' আদালতে এই রায় দিয়ে আজ সকালেই বিতর্কে জড়ান রাজস্থান হাই কোর্টের বিচারপতি মহেশ চন্দ্র শর্মা৷ আর বিকেলে ময়ূর নিয়ে বিতর্কিত মন্তব্য করে ফের শিরোনামে উঠে এলেন তিনি৷ আজই আদালতে তাঁর কর্মজীবন শেষ হল৷

Updated By: May 31, 2017, 11:03 PM IST
ময়ূর ব্রহ্মচারী! ফের বিতর্কিত মন্তব্য করে শিরনামে রাজস্থান হাইর্কোর্টের বিচারপতি

ওয়েব ডেস্ক : 'গোরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক! কারণ গরুর মধ্যে হিন্দু দেবতার সব রূপই বর্তমান৷' আদালতে এই রায় দিয়ে আজ সকালেই বিতর্কে জড়ান রাজস্থান হাই কোর্টের বিচারপতি মহেশ চন্দ্র শর্মা৷ আর বিকেলে ময়ূর নিয়ে বিতর্কিত মন্তব্য করে ফের শিরোনামে উঠে এলেন তিনি৷ আজই আদালতে তাঁর কর্মজীবন শেষ হল৷

কার্যত অদ্ভুত মন্তব্য করে বিতর্কে জড়ালেন এই বিচারপতি৷ তিনি বলেন, ''ময়ূর আমাদের জাতীয় পাখি৷ কারণ সে ব্রহ্মচারী৷ যৌনতায় তাঁর কোনও আসক্তি নেই৷ কখনই একটি ময়ূর ময়ূরীর সঙ্গে যৌনতায় লিপ্ত হয় না৷ ময়ূরী, ময়ূরের চোখের জল পান করেই গর্ভবতী হয়!''

আরও পড়ুন- ১৯৪৫ সালে বিমান দুর্ঘটনাতেই মৃত্যু নেতাজির, জানাল কেন্দ্র

পশু নির্দেশিকা নিয়ে দেশজোড়া বিতর্কের মধ্যেই এবার শুরু জাতীয় পশু বিতর্ক৷ গবাদি পশু বিক্রিতে কেন্দ্রের নির্দেশিকায় মাদ্রাজ হাইকোর্টের স্থগিতাদেশের একদিন পরেই ফের গরু নিয়ে আজ রায় দেয় রাজস্থান হাইকোর্ট৷ গোহত্যায় দোষী সাবস্ত হলে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেওয়ার দাবি তুলেছে রাজস্থান হাইকোর্ট৷ সেই সঙ্গে গরুকে জাতীয় পশু ঘোষণারও দাবি জানান বিচারপতি শর্মা৷

.