ফের বাড়ল পেট্রোলের দাম, এ বার বাড়তে পারে কেরোসিন, গ্যাসের দামও
ফের বাড়ানো হল পেট্রোলের দাম৷ চলতি মাসে এই নিয়ে দ্বিতীয় বার৷ লিটার পিছু ১টাকা ৬৩ পয়সা হারে বাড়ল দাম। শুক্রবার মধ্যরাত থেকেই এই দাম কার্যকর হল। কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ৮১.৫৭ টাকা থেকে বেড়ে হল ৮৩ টাকা ৬২ পয়সা৷
ফের বাড়ানো হল পেট্রোলের দাম৷ চলতি মাসে এই নিয়ে দ্বিতীয় বার৷ লিটার পিছু ১টাকা ৬৩ পয়সা হারে বাড়ল দাম। শুক্রবার মধ্যরাত থেকেই এই দাম কার্যকর হল। কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ৮১.৫৭ টাকা থেকে বেড়ে হল ৮৩ টাকা ৬২ পয়সা৷
রাজধানী দিল্লিতে লিটার প্রতি পেট্রোলের দাম,৭৪ টাকা ১০ পয়সা থেকে বেড়ে হল ৭৬ টাকা ৬ পয়সা৷ বাণিজ্যনগরী মুম্বইয়ে লিটার প্রতি পেট্রোলের দাম ছিল ৮১ টাকা ৫৭ পয়সা৷ বেড়ে দাঁড়াল ৮৩ টাকা ৬৩ পয়সা৷
এ বার কেরোসিন এবং ভর্তুকিবিহীন রান্নার গ্যাসের সিলিন্ডারের দামও বাড়তে পারে বলে খবর৷ ডলারের তুলনায়, টাকার দামের পতনের ফলে বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে৷ সেই কারণেই পেট্রোলের মূল্যবৃদ্ধি বলে মনে করা হচ্ছে৷