দাম কমতে পারে পেট্রোলের, বাড়বে ডিজেলের দাম
চলতি মাসেই লিটার প্রতি এক টাকা করে কমতে পারে পেট্রোলের দাম। তবে লিটারে ৪০-৫০ পয়সা বাড়তে পারে ডিজেলের দাম। মার্চের ১৫ অথবা ১৬ থেকে কার্যকরী হবে নতুন দাম।
চলতি মাসেই লিটার প্রতি এক টাকা করে কমতে পারে পেট্রোলের দাম। তবে লিটারে ৪০-৫০ পয়সা বাড়তে পারে ডিজেলের দাম। মার্চের ১৫ অথবা ১৬ থেকে কার্যকরী হবে নতুন দাম।
বিশ্ব বাজারে ক্রমাগত পেট্রোলের দাম কমায় এ দেশে তার প্রতিফলন ঘটলেও জানুয়ারিতে নেওয়া সিদ্ধান্তের জেরে ডিজেলে লিটার প্রতি লোকসান বন্ধ না হওয়া পর্যন্ত বাড়তে থাকবে ডিজেলের দাম।
সূত্রে খবর, শুক্রবার ঘোষণা করা হবে নতুন দাম।
চলতি বছরের ফেব্রুয়ারি থেকে লিটারে প্রায় তিন টাকা দাম বেড়েছে পেট্রোলের। ফেব্রুয়ারি ১৬তে দেড় টাকা এবং ২ মার্চ লিটারে এক টাকা ৪০ পয়সা বাড়ে পেট্রোলের দাম।