কমছে না পেট্রোলের দাম: জি-২০তে ইঙ্গিত প্রধানমন্ত্রীর

পেট্রোলের দাম এখনই কমছে না। উপরন্তু বিনিয়ন্ত্রিত হতে পারে আরও কিছু পেট্রো পণ্য।

Updated By: Nov 4, 2011, 09:58 PM IST

পেট্রোলের দাম এখনই কমছে না। উপরন্তু বিনিয়ন্ত্রিত হতে পারে আরও কিছু পেট্রো পণ্য। জি-২০ সম্মেলনের শেষদিনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। বাজারকে তার নিজের পথে চলতে দেওয়া উচিত বলেও মনে করেন তিনি। দাম নির্ধারণের বিষয়টি নিয়ন্ত্রণ মুক্ত করা তারই একটি পদক্ষেপ বলেও মন্তব্য করেছেন মনমোহন সিং।

.