বিভিন্ন রাজ্যের দাবিদাওয়া অগ্রাধিকার দিতে আধিকারিকদের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী
বিভিন্ন রাজ্যের তোলা দাবিদাওয়া সংক্রান্ত বিষয়গুলিকে অগ্রাধিকার এবং সংবেদনশীলতার সঙ্গে বিবেচনা করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আধিকারিকদের নির্দেশ দিলেন নরেন্দ্র মোদী। বুধবার পিএমও-র আধিকারিকদের সঙ্গে প্রথমবার বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। বৈঠকে দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে আরও জোরদার করার ওপরেই গুরুত্ব দিয়েছেন নরেন্দ্র মোদী। এরই সঙ্গে মন্ত্রীদের বাজে খরচ বন্ধেরও নির্দেশ দিয়েছেন তিনি।সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলির প্রধানদের সঙ্গে বৈঠক আর তার পরেই মন্ত্রিসভার বৈঠক। এভাবেই চূড়ান্ত ব্যস্ততায় প্রথম দিনটি কেটেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বুধবার দ্বিতীয় দিনেও বজায় রইল সেই একই ব্যস্ততার ধারা। প্রথম দিনেই মন্ত্রিসভার সদস্যদের বুঝিয়ে দিয়েছিলেন, কাজ ফেলে রাখা যাবে না। বুধবার সাউথব্লকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আধিকারিকদের সঙ্গে প্রথম বৈঠকে সেই একই সুর বেধে দিলেন নরেন্দ্র মোদী। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন সদ্যনিযুক্ত প্রধান সচিব নৃপেন্দ্র মিশ্র, দুই যুগ্ম সচিব এ কে শর্মা ও ভরত লাল সহ প্রধামন্ত্রীর কার্যালয়ের গুরুত্বপূর্ণ আধিকারিকরা। পিএমও-র আধিকারিকদের সঙ্গে বৈঠকে দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে জোরদার করার ওপরেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। আর এক্ষেত্রে বিভিন্ন রাজ্যের তোলা দাবিদাওয়াগুলিকে অগ্রাধিকার দিতে বলেছেন তিনি। প্রধানমন্ত্রীর দফতরের দেওয়া বিবৃতি অনুযায়ী,
বিভিন্ন রাজ্যের তোলা দাবিদাওয়া সংক্রান্ত বিষয়গুলিকে অগ্রাধিকার এবং সংবেদনশীলতার সঙ্গে বিবেচনা করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আধিকারিকদের নির্দেশ দিলেন নরেন্দ্র মোদী। বুধবার পিএমও-র আধিকারিকদের সঙ্গে প্রথমবার বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। বৈঠকে দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে আরও জোরদার করার ওপরেই গুরুত্ব দিয়েছেন নরেন্দ্র মোদী। এরই সঙ্গে মন্ত্রীদের বাজে খরচ বন্ধেরও নির্দেশ দিয়েছেন তিনি।সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলির প্রধানদের সঙ্গে বৈঠক আর তার পরেই মন্ত্রিসভার বৈঠক। এভাবেই চূড়ান্ত ব্যস্ততায় প্রথম দিনটি কেটেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বুধবার দ্বিতীয় দিনেও বজায় রইল সেই একই ব্যস্ততার ধারা। প্রথম দিনেই মন্ত্রিসভার সদস্যদের বুঝিয়ে দিয়েছিলেন, কাজ ফেলে রাখা যাবে না। বুধবার সাউথব্লকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আধিকারিকদের সঙ্গে প্রথম বৈঠকে সেই একই সুর বেধে দিলেন নরেন্দ্র মোদী। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন সদ্যনিযুক্ত প্রধান সচিব নৃপেন্দ্র মিশ্র, দুই যুগ্ম সচিব এ কে শর্মা ও ভরত লাল সহ প্রধামন্ত্রীর কার্যালয়ের গুরুত্বপূর্ণ আধিকারিকরা। পিএমও-র আধিকারিকদের সঙ্গে বৈঠকে দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে জোরদার করার ওপরেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। আর এক্ষেত্রে বিভিন্ন রাজ্যের তোলা দাবিদাওয়াগুলিকে অগ্রাধিকার দিতে বলেছেন তিনি। প্রধানমন্ত্রীর দফতরের দেওয়া বিবৃতি অনুযায়ী,
বিভিন্ন রাজ্যের তোলা দাবিদাওয়া সংক্রান্ত বিষয়গুলি যেন অগ্রাধিকার এবং সংবেদনশীলতার সঙ্গে বিবেচনা করা হয়। নিজের কার্যালয়ের আধিকারিকদের এই নির্দেশ দিয়েছেন নরেন্দ্র মোদী। আধিকারিকদের প্রধানমন্ত্রী বলেন, রাজ্যগুলির উন্নয়নের ওপরেই দেশের উন্নয়ন নির্ভর করছে। আর রাজ্যগুলির সঙ্গে সহযোগিতার মাধ্যমেই দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে আরও জোরদার করা সম্ভব।
একই সঙ্গে বুধবারের বৈঠকে আধিকারিকদের সাধারণ মানুষের অভাব অভিযোগগুলির দ্রুত নিষ্পত্তিরও নির্দেশ দিয়েছেন নরেন্দ্র মোদী।
আধিকারিকদের প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশ, সব দফতরের শীর্ষ অফিসাররা যেন সাধারণ মানুষের অভাব অভিযোগ মন দিয়ে শোনেন। তার জন্য যেন নির্দিষ্ট দিন ও সময় ঠিক করা হয়।
সাধারণ মানুষের অভাব অভিযোগগুলির দ্রুত সমাধানের জন্য আধিকারিকদের উন্নত প্রযুক্তি ব্যবহারেরও পরামর্শ দিয়েছেন নরেন্দ্র মোদী। এরই সঙ্গে বুধবার মন্ত্রীদের বাজে খরচ বন্ধেরও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। স্বজনপোষণ বন্ধেও মন্ত্রীদের কড়া বার্তা দিয়েছেন তিনি। মন্ত্রীদের প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশ, কেউ যেন তাঁদের কোনও আত্মীয়কে আপ্ত সহায়ক বা ব্যক্তিগত সহায়ক হিসাবে নিয়োগ না করেন। বুধবার পঞ্চদশ লোকসভার প্রথম অধিবেশনের দিন ঠিক করতে মন্ত্রিসভার বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু একাধিক মন্ত্রী এদিনই তাঁদের দফতরের দায়িত্ব গ্রহণ করায় শেষপর্যন্ত তা পিছিয়ে দেওয়া হয়। বৃহস্পতিবার ফের মন্ত্রিসভার সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।