উন্নয়নে রাজনীতি নয়, বললেন প্রধানমন্ত্রী
ক্ষুদ্র রাজনীতির ঊর্ধ্বে উঠে উন্নয়নের লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। শনিবার দিল্লির বিজ্ঞান ভবনে জাতীয় উন্নয়ন পরিষদের বৈঠকে তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের একাধিক উন্নয়নমূলক প্রকল্প রয়েছে।
ক্ষুদ্র রাজনীতির ঊর্ধ্বে উঠে উন্নয়নের লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। শনিবার দিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত জাতীয় উন্নয়ন পরিষদের বৈঠকে তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের একাধিক উন্নয়নমূলক প্রকল্প রয়েছে। কিন্তু সেগুলি বাস্তবায়িত করার দায়িত্ব রাজ্য সরকারের। এক্ষেত্রে উদ্যোগী হতে হবে সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলিকেই। তাঁর ভাষণে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বজুড়ে তৈরি হওয়া অর্থনৈতিক মন্দার অভিঘাত অতিক্রম করার জন্য বৃদ্ধির হার বাড়াতে হবে। এই লক্ষ্য পূরণের উদ্দেশ্যে শিল্প ও কৃষিতে গুরুত্ব দেওয়ার পাশাপাশি তিনি জোর দিয়েছেন পরিকাঠামোগত উন্নয়নেও। একই সঙ্গে তিনি বলেছেন একটা নেতিবাচক মনোভাব গোটা দেশকে গ্রাস করেছে। উন্নয়নের স্বার্থেই এই নেতিবাচক মনোভাব ঝেড়ে ফেলা প্রয়োজন।