নিজেরা পড়তির দিকে, অথচ আমাদের নিয়ে উদ্বেগ করছে কংগ্রেস: PM Modi
কংগ্রেসের আচরণ `দায়িত্বজ্ঞানহীন` ও `দুর্ভাগ্যজনক` বলে মনে করেন প্রধানমন্ত্রী (PM Modi)।
নিজস্ব প্রতিবেদন: কোভিড মোকাবিলায় সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ সরব কংগ্রেস-সহ বিরোধীরা। বিজেপি সাংসদদের সাপ্তাহিক বৈঠকে করোনা নিয়ন্ত্রণে তাঁর সরকারের কাজকর্ম তুলে ধরতে গিয়ে কংগ্রেসকে বিঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। বললেন,'বিজেপি ক্ষমতায় রয়েছে, এটা হজম করতে পারছে না কংগ্রেস। অসম, বাংলা ও কেরলে হারের পর কোমা থেকে বেরোতে পারেনি।'
কংগ্রেসের আচরণ 'দায়িত্বজ্ঞানহীন' ও 'দুর্ভাগ্যজনক' বলে মনে করেন প্রধানমন্ত্রী (PM Modi)। তাঁর নির্দেশ,'সরকারের কাজকে সাধারণ মানুষ পর্যন্ত পৌঁছে দিতে হবে। বিরোধীদের মিথ্যা যেন খালি পরিসর দখল করতে না পারে।' কংগ্রেসের ক্ষমতায় থাকা অভিলাষ তাদের বিরোধী দলের ভূমিকা পালনে বাধা দিচ্ছে বলেও আশঙ্কা প্রকাশ করেন মোদী। তাঁর কথায়,'৬০ বছর দেশে রাজত্ব করেছে কংগ্রেস। এখনও বিভোর তারা। মানুষ আমাদের বেছে নিয়েছে এটা মানতে পারছে না। বিরোধী হিসেবে সাধারণ মানুষের উন্নয়নের ইস্যুগুলি তুলে ধরা উচিত। অথচ সেটা করছে না তারা।'
টিকার জোগান কম নেই। অথচ কংগ্রেস দেশে নেতিবাচক পরিবেশ তৈরি করতে চাইছে বলে দাবি করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন,'কংগ্রেসের ভোট কমছে। সব জায়গায় কংগ্রেস পড়তির দিকে। কিন্তু তাও নিজেদের থেকে আমাদের নিয়ে বেশি উদ্বেগে।' কোভিড রাজনৈতিক নয় মানবিক দিক থেকে দেখা উচিত বলে মনে করেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্য,'অতিমারিতে একজনও যাতে অনাহারে না থাকেন তা নিশ্চিত করেছে সরকার। ২৪ ও ২৫ জুলাই বিনামূল্যে রেশন দেওয়া হবে।' বিরোধীদের অপপ্রচারের জবাব দিতে ওই দু'দিন বিজেপি নেতাদের দোকানে যাওয়ার নির্দেশ দেন মোদী।
আরও পড়ুন- 'দাদা ও দাদা...তেলা হবে?' রাহুল-প্রিয়াঙ্কা নন, মোদীর বিপক্ষে দিদিই ভরসা Digvijay-র