বিশ্বের 'টপ টেন ক্রিমিনাল'-এ প্রধানমন্ত্রী মোদীর নাম, মামলার মুখে গুগল

  বিশ্বের 'টপ টেন ক্রিমিনাল'-এর মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম। সার্চ দিলেই গুগলে দেখাচ্ছে সেই তথ্য। এর জেরে সার্চ ইঞ্জিন সংস্থা, তার CEO ও ভারতের প্রধান শীর্ষকর্তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের নির্দেশ দিল আদালত।

Updated By: Jul 20, 2016, 05:58 PM IST
বিশ্বের 'টপ টেন ক্রিমিনাল'-এ প্রধানমন্ত্রী মোদীর নাম, মামলার মুখে গুগল

ওয়েব ডেস্ক :  বিশ্বের 'টপ টেন ক্রিমিনাল'-এর মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম। সার্চ দিলেই গুগলে দেখাচ্ছে সেই তথ্য। এর জেরে সার্চ ইঞ্জিন সংস্থা, তার CEO ও ভারতের প্রধান শীর্ষকর্তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের নির্দেশ দিল আদালত।

সুশীল কুমার মিশ্র নামে এক আইনজীবী মঙ্গলবার আদালতে এই ঘটনায় একটি মামলা দায়ের করেন। যার ভিত্তিতে গুগলের বিরুদ্ধে ‌ফৌজদারি মামলা দায়েরের নির্দেশ দিল এলাহাবাদ হাইকোর্ট। সেইসঙ্গে CEO সুন্দর পিচাই, সংস্থার ভারতীয় শাখার প্রধান রাজন আনন্দনের বিরুদ্ধেও পুলিসকে ফৌজদারি মামলা দায়েরের নির্দেশ দিয়েছে আদালত।

সুশীল কুমার আদালতে জানান,  গুগলে ‘Top Ten Criminals of World’ লিখে সার্চ করলে প্রথমেই যে ছবিটি আসছে সেটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখ। বিষয়টি তিনি গুগলের নজরে আনলেও তারা কোনও পাত্তা দেয়নি।

.