কেরলে বন্যা পরিস্থিতি দেখতে রওনা দিলেন প্রধানমন্ত্রী, মৃতের সংখ্যা বেড়ে ৩২৪
প্রাণ হারিয়েছেন ৩২৪ জন, জানালেন কেরলের মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন।
নিজস্ব প্রতিবেদন: কেরলে বন্যাপরিস্থিতির কোনও পরিবর্তন হয়নি। মৃতের সংখ্যা ইতিমধ্যেই তিনশো ছাড়িয়েছে। কেরলের মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন জানিয়েছেন, গত ১০০ বছরে এমন বন্যা পরিস্থিতি দেখেনি কেরল। প্রাণ হারিয়েছেন ৩২৪ জন।
টুইটারে পিনরাই বিজয়ন লিখেছেন,''গত ১০০ বছরে এমন বন্যা দেখেনি কেরল। ৮০টি বাঁধ খুলে দেওয়া হয়েছে। মৃত্যু হয়েছে ৩২৪ জনের। দেড় হাজারটি শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছেন ২২৩১৩৯ জন''। এর পাশাপাশি আর্থিক সাহায্যের আবেদনও করেছেন পিনরাই বিজয়ন।টুইটারে লিখেছেন, ''কেরলে রাস্তা পুনর্নির্মাণে দীর্ঘ সময় লাগতে চলেছে। আপনার সামান্য সহযোগিতায় দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরতে পারে''।
Kerala is facing its worst flood in 100 years. 80 dams opened, 324 lives lost and 223139 people are in about 1500+ relief camps. Your help can rebuild the lives of the affected. Donate to https://t.co/FjYFEdOsyl #StandWithKerala.
— CMO Kerala (@CMOKerala) August 17, 2018
For the people of Kerala, the road to recovery is going to be a long one. Your help no matter how small will be a step to restore normalcy. Donate to:
Chief Minister's Distress Relief Fund
NO: 67319948232
Bank: State Bank of India
IFSC : SBIN0070028
SWIFT CODE : SBININBBT08 pic.twitter.com/cbsFwRplsG— CMO Kerala (@CMOKerala) August 17, 2018
সকাল থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী শেষকৃত্য নিয়ে ব্যস্ত ছিলেন নরেন্দ্র মোদী। সন্ধেয় প্রধানমন্ত্রী টুইটারে জানান, কেরলের উদ্দেশে রওনা দিয়েছেন তিনি।
Leaving for Kerala to take stock of the flood situation in the state.
— Narendra Modi (@narendramodi) August 17, 2018