সাম্প্রদায়িক হিংসা রুখতে রাজ্যগুলিকে দ্রুত ব্যবস্থা নিতে বললেন প্রধানমন্ত্রী

সাম্প্রদায়িক হিংসা রুখতে রাজ্যগুলিকে দ্রুত ব্যবস্থা নিতে বললেন প্রধানমন্ত্রী। মুজফফর নগরের হিংসার দুসপ্তাহ পর আজ জাতীয় সংহতি পরিষদের বৈঠকে একথা বলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। তিনি বলেন, দোষী ব্যক্তিরা যত শক্তিশালী এবং যে দলের সদস্যই হোক অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে রাজ্যগুলিকে।

Updated By: Sep 23, 2013, 01:43 PM IST

সাম্প্রদায়িক হিংসা রুখতে রাজ্যগুলিকে দ্রুত ব্যবস্থা নিতে বললেন প্রধানমন্ত্রী। মুজফফর নগরের হিংসার দুসপ্তাহ পর আজ জাতীয় সংহতি পরিষদের বৈঠকে একথা বলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। তিনি বলেন, দোষী ব্যক্তিরা যত শক্তিশালী এবং যে দলের সদস্যই হোক অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে রাজ্যগুলিকে।
জাতীয় সংহতি পরিষদের বৈঠকে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা হাজির থাকলেও অনুপস্থিত ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে বৈঠকে হাজির হন বিজেপি আরেক মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। বৈঠকে যোগ দেন লালকৃষ্ণ আদবাণী, অরুণ জেটলির মতো বিজেপি নেতারাও। বৈঠকে এরাজ্যের প্রতিনিধিত্ব করেন অর্থমন্ত্রী অমিত মিত্র।

.