সর্বদল বৈঠকে মিলল না সমাধানসূত্র

লোকসভায় পাস হলেও প্রবল রাজনৈতিক মতপার্থক্যের কারণে রাজ্যসভায় লোকপাল বিল নিয়ে ভোটাভুটিতে যাওয়ার ঝুঁকি নিতে পারেনি কেন্দ্র। এই পরিস্থিতিতে লোকপাল বিল নিয়ে মতপার্থক্য দূর করতে বাজেট অধিবেশনের মধ্যেই সর্বদল বৈঠক করলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। কিন্তু তাতে কাঙ্খিত সমাধানসূত্রের সন্ধান মিলল না।

Updated By: Mar 23, 2012, 12:16 PM IST

লোকসভায় পাস হলেও প্রবল রাজনৈতিক মতপার্থক্যের কারণে রাজ্যসভায় লোকপাল বিল নিয়ে ভোটাভুটিতে যাওয়ার ঝুঁকি নিতে পারেনি কেন্দ্র। এই পরিস্থিতিতে লোকপাল বিল নিয়ে মতপার্থক্য দূর করতে বাজেট অধিবেশনের মধ্যেই সর্বদল বৈঠক করলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। কিন্তু তাতে কাঙ্খিত সমাধানসূত্রের সন্ধান মিলল না। যদিও বৈঠক শেষে সংবাদমাধ্যমের সামনে প্রধানমন্ত্রী জানিয়েছেন একটি শক্তিশালী লোকপাল বিল রাজ্যসভায় পেশ করবে কেন্দ্র।
এদিন দিল্লিতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ৭ রেসকোর্স আয়োজিত এই সর্বদল বৈঠকে হাজির বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বের কাছে দুর্নীতি-বিরোধী লোকপাল ও লোকাযুক্ত বিল পাস করানোর জন্য একটি `অর্থবহ ঐকমত্য` গড়ে তোলার আবেদন জানান মনমোহন সিং। দুর্নীতি বিরোধী কড়া লোকপাল বিল প্রণয়ন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা একমত হলেও প্রস্তাবিত নয়া বিলের খসড়ার বিষয়ে কোনও দিশানির্দেশ মেলেনি এদিনের বৈঠকে। আলোচনা শেষে প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে অপেক্ষারত সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিপিআইএম-এর রাজ্যসভার নেতা সীতারাম ইয়েচুরি জানান, আগামী ২৪ এপ্রিল থেকে শুরু হওয়া বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে লোকপাল নিয়ে আলোচনা হবে রাজ্যসভায়।
সংসদের গত শীতকালীন অধিবেশনে রাজ্যসভায় লোকপাল বিলের ওপর ৯৭টি সংশোধনী এনেছিল বিরোধীরা। তীব্র মতপার্থক্যের বাতাবরণে লোকপাল বিল পাস করা যায়নি। অধিবেশনের শেষ দিন লোকপাল বিলের খসড়া নিয়ে আলোচনার পর ভোটাভুটি ছাড়াই অধিবেশন মুলতুবি করে দেয় সরকারপক্ষ। যদিও, তার আগেই লোকসভায় ভোটাভুটিতে লোকপাল বিল পাস হয়েছিল। এদিন সর্বদল বৈঠক শুরুর আগে প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতিবিরোধী শক্তিশালী লোকপাল গঠন নিয়ে রাজনৈতিক দলগুলির মধ্যে ঐকমত্য গড়ে তোলাই বৈঠকের লক্ষ্য। রাজনৈতিক মহলের ধারণা, রাজ্যসভায় প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠকতা না থাকার কারণে শেষ পর্যন্ত বিরোধীদের কিছু সংশোধনী প্রস্তাব মেনে নিতে পারে সরকারপক্ষ।
প্রসঙ্গত, আন্না হাজারে এবং তাঁর সহযোগীদের তরফে ইতিমধ্যেই লোকসভায় পাস হওয়া লোকপাল বিলের খসড়া নিয়ে তীব্র আপত্তি জানান হয়েছে। এদিন সর্বদল বৈঠকের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে আন্না হাজারে বলেন, শক্তিশালী লোকপাল আইন প্রণয়নের ব্যাপারে দেশের রাজনৈতিক নেতৃত্বের কোনও সদিচ্ছা নেই। সংসদে শক্তিশালী লোকপাল বিল পাস না হওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন বলেও জানান আন্না হাজারে।

.