ব্যর্থতা ঢাকতে প্রধানমন্ত্রী কাব্য করছেন: মোদী

প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সরাসরি সমালোচায় মুখর হলেন গুজরাত মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রের ব্যর্থতা ঢাকতে প্রধানমন্ত্রী কাব্য করছেন বলে অভিযোগ করেন মোদী। এদিন রাষ্ট্রপতির অধিবেশন বার্তার পাল্টা বক্তব্য পেশ করছিলেন প্রধানমন্ত্রী, তখনই বিরোধীদের কার্যত এক হাত নেন মনমোহন সিং। বিজেপির হেভিওয়েট নেতা নরেন্দ্র মোদীকেও ছেড়ে কথা বলেননি প্রধানমন্ত্রী। নাম না করে তিনি বলেন, "যা গর্জায়, তা বরষায় না" (যো গরজতা হ্যায়, ও বরসতা নেহি)।

Updated By: Mar 8, 2013, 09:29 PM IST

প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সরাসরি সমালোচায় মুখর হলেন গুজরাত মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রের ব্যর্থতা ঢাকতে প্রধানমন্ত্রী কাব্য করছেন বলে অভিযোগ করেন মোদী। এদিন রাষ্ট্রপতির অধিবেশন বার্তার পাল্টা বক্তব্য পেশ করছিলেন প্রধানমন্ত্রী, তখনই বিরোধীদের কার্যত এক হাত নেন মনমোহন সিং। বিজেপির হেভিওয়েট নেতা নরেন্দ্র মোদীকেও ছেড়ে কথা বলেননি প্রধানমন্ত্রী। নাম না করে তিনি বলেন, "যা গর্জায়, তা বরষায় না" (যো গরজতা হ্যায়, ও বরসতা নেহি)।
বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের সময় ভারতের আর্থিক বৃদ্ধির প্রসঙ্গ টেনে এনে প্রধানমন্ত্রী বলেন, "২০১২-১৩ সালে ইউপিএ সরকার ক্ষমতা আসার পর থেকে দেশের আর্থিক বৃদ্ধি নজির সৃষ্টি করেছে।" দেশের অর্থিক বৃদ্ধির ওপর পূর্ণ আস্থা রেখে বিরোধী পক্ষকে সরকারের কাজ নিয়ে আরও বেশি গঠন মূলক ভাবধারা রাখার কথা বলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং।
এদিন প্রধানমন্ত্রী দেশের মূল্যবৃদ্ধির সমস্যার কথা স্বীকার করে নেন। অতীতে ভারতের মানুষ অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গয়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। ভারতীয় অর্থনীতিকে চাঙ্গা করতে ইউপিএ সরকার চেষ্টা চালিয়ে যাবে বলে জানিয়েছেন মনমোহন সিং।

.