রফির সুরে ট্রেনিং! "ঢল গেয়া দিন" গেয়ে কসরত করাচ্ছে পুলিস

হামজোলির "ঢল গেয়া দিন" গান নিজের মতো করে গেয়ে তা দিয়ে শারীরিক কসরত করাচ্ছেন রফি বাবু।

Updated By: Jun 17, 2020, 01:34 PM IST
রফির সুরে ট্রেনিং! "ঢল গেয়া দিন" গেয়ে কসরত করাচ্ছে পুলিস

নিজস্ব প্রতিবেদন: তেলেঙ্গানা পুলিসের অ্যাসিসট্যান্ট সাব ইনসপেক্টর মহম্মদ রফি। নামেও যেমন রফি, গানেও তেমন রফি সাব। হামজোলির "ঢল গেয়া দিন" গান নিজের মতো করে গেয়ে তা দিয়ে শারীরিক কসরত করাচ্ছেন রফি বাবু। বলিউডের চিরস্মরণীয় কিছু গানের মধ্যে মহম্মদ রফির গাওয়া ১৯৭০ সালের এই গান চির সবুজ।

আরও পড়ুন: সেনাকে পূর্ণ স্বাধীনতা দিল কেন্দ্র, চিনের আগ্রাসন মেনে নেওয়া হবে না কোনওভাবেই

আর সেই গানের "সুরে ডান-বাম-ডান", মনে ধরেছে সকলের। তাই সোশাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিয়ো। সিনিয়র আইপিএস অফিসার অনিল কুমার ভিডিয়োটি টুইটারে শেয়ার করে লিখেছেন "হ্যাটস অফ টু দি ড্রিল ইনস্ট্রাক্টর।"

 

রফির এই ব্যতিক্রমী ভাবনাকে টুইটারে পোস্ট করেছে আইপিএস অ্যাসেসিয়েশনও। তারা লিখেছেন, "রফির সুরে ট্রেনিং।" ৪১ বছরের রফি এবিষয়ে বলেছেন, "আমি ২০০৭ সাল থেকে ট্রেনিং করিয়ে আসছি ভোর সাড়ে ৪ টা থেকে সন্ধ্যা ৮ টা পর্যন্ত", একঘেয়েমি দূর করার জন্যই এই গোনের সংযোগ। আমি দেশাত্মবোধক গান গেয়েও অনুশীলন করাই।

 

.