আম্মার মৃত্যু নিয়ে রাজনীতি? কেজরির টুইট নিয়ে হৈ হট্টগোল

মাত্র ১২ ঘণ্টা হয়েছে, এরই মধ্যে আম্মার মৃত্যু নিয়ে রাজনীতি? দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের টুইটে 'রাজনীতির' গন্ধ মিলেছে, এমনটাই দাবি  স্যার রবীন্দ্র জাদেজা নামের এক টুইটার ইউজারের। অরবিন্দ কেজরিওয়াল জয়ললিতার মৃত্যুতে শোকজ্ঞাপন করে একটি টুইট করেছেন, যেখানে তিনি লেখেন 'আম্মা, আম আদমির লিডার'। এতেই চটেছেন স্যার রবীন্দ্র জাদেজা নামের এক টুইটার ইউজার।  টুইটের পাল্টা জবাব দিয়েছেন ঐ টুইটার ইউজার। টুইটে অরবিন্দ কেজরিওয়ালের টুইটের স্ক্রিনশট পোস্ট করে স্যার রবীন্দ্র জাদেজা লেখেন, 'আম্মার মৃত্যু নিয়ে রাজনীতি হচ্ছে'। আরও পড়ুন- 'RIPAmma', ট্যাগ নয়, আম্মার জন্য প্রার্থনা করুন, টুইট মোদীর 

Updated By: Dec 6, 2016, 11:51 AM IST
আম্মার মৃত্যু নিয়ে রাজনীতি? কেজরির টুইট নিয়ে হৈ হট্টগোল

ওয়েব ডেস্ক:মাত্র ১২ ঘণ্টা হয়েছে, এরই মধ্যে আম্মার মৃত্যু নিয়ে রাজনীতি? দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের টুইটে 'রাজনীতির' গন্ধ মিলেছে, এমনটাই দাবি  স্যার রবীন্দ্র জাদেজা নামের এক টুইটার ইউজারের। অরবিন্দ কেজরিওয়াল জয়ললিতার মৃত্যুতে শোকজ্ঞাপন করে একটি টুইট করেছেন, যেখানে তিনি লেখেন 'আম্মা, আম আদমির লিডার'। এতেই চটেছেন স্যার রবীন্দ্র জাদেজা নামের এক টুইটার ইউজার।  টুইটের পাল্টা জবাব দিয়েছেন ঐ টুইটার ইউজার। টুইটে অরবিন্দ কেজরিওয়ালের টুইটের স্ক্রিনশট পোস্ট করে স্যার রবীন্দ্র জাদেজা লেখেন, 'আম্মার মৃত্যু নিয়ে রাজনীতি হচ্ছে'। আরও পড়ুন- 'RIPAmma', ট্যাগ নয়, আম্মার জন্য প্রার্থনা করুন, টুইট মোদীর 

দেখুন সেই টুইট- 

 

.