Pooja Bhatt: 'অ্যালকোহল মানেই বিষণ্ণতা', পথ দুর্ঘটনায় ৬ পড়ুয়ার মৃত্যু নিয়ে মুখ খুললেন পূজা ভাট...
Pooja Bhatt: প্রসঙ্গত, পূজা ভাট যিনি নিজেও এক সময় অ্যালকোহলিক ছিলেন। তিনি সব সময় বলে এসেছেন কীভাবে ৪৪ বছর বয়সে তিনি নিজেকে নেশামুক্ত করতে পেরেছেন। তিনি মাত্র ১৬ বছর বয়সে মদ্যপান করা শুরু করেছিলেন। কিন্তু ২০১৬ সালে তিনি নিজেকে বলেছিলেন মদ্যপান করে ছেড়ে দেবেন সেই প্রমিশ রেখেছেন এখনও।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মঙ্গলবার ভোররাতে উত্তরাখান্ডের (Uttarakhand) দেরাদুনের কাছে একটি ট্রাকের সঙ্গে ইনোভার মুখোমুখি ধাক্কা লাগে। সেই কারণে মৃত্যু হয় ছয় কলেজ পড়ুয়ার। পুলিস সূত্রে জানা গিয়েছে, তারা সবাই পার্টি করে বাড়ি ফিরছিল। অভিযোগ মদ্যপ অবস্থায় ছিল সকলেই। সেই মর্মান্তিক দুর্ঘটনার নিয়ে শুক্রবার মুখ খুললেন অভিনেত্রী পূজা ভাট (Pooja Bhatt)।
Alcohol is a depressant. It slows down the brain,affects our responses & often causes fatal road accidents. It is a drug that is sold openly,legally & one you are made to feel guilty about not imbibing. What a tragic state of affairs. Six lives that just began have been lost https://t.co/p8yW6hMbYO
— Pooja Bhatt (@PoojaB1972) November 15, 2024
নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, 'অ্যালকোহল মানেই বিষণ্ণতা। মস্তিষ্কের কাজকে শিথিল করে দেই। এমনকি আমাদের রেসপন্স টাইমিং কমিয়ে দেই। যার কারণে এই রকম মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে। এমন মাদক যা খোলাখুলি, আইনত এবং কিনতে কোনরকমের লজ্জা লাগে না। কি করুণ অবস্থা। মাত্র শুরু হওয়া ছয়টি জীবন হারিয়ে গেল।'
আরও পড়ুন:Narendra Modi: মাঝ আকাশে মহাবিভ্রাট! প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি...
পুলিসের মতে, ঘটনার যে সিসিটিভি ফুটেজ পাওয়া গিয়েছে, সেখানে দেখা গিয়েছে অতিরিক্ত গতিবেগে গাড়ি চলছিল। এমনকি দুর্ঘটনার আগেও গাড়িটির চরম গতিবেগ ছিল। সাতজন মোট ছিলেন সেদিন গাড়িতে। সপ্তম পড়ুয়া সিদ্ধেশ তিনি পার্টি দিয়েছিল। যদিও তার বর্তমানে এমন অবস্থা যে কিছুই বলতে পারছে না সে। এমনকি যে গাড়িটির দুর্ঘটনা ঘটে তার নাম্বার প্লেটও হয়নি। গাড়ির গতিবেগ এতটাই ছিল যে ট্রাকের পেছনে গাড়িটি সোজা ঢুকে যায়। তার ফলে গাড়ির ছাদ একদম দুমড়ে মুচড়ে যায়। এমনকি রাস্তার চারিদিকে বডি পরে থাকতে দেখা যায়।
আরও পড়ুন: Delhi Pollution: ঘন কালো কুয়াশার চাদরে ঢেকেছে রাজধানী! স্কুল বন্ধের সিদ্ধান্ত সরকারের...
প্রসঙ্গত, পূজা ভাট যিনি নিজেও এক সময় অ্যালকোহলিক ছিলেন। তিনি সব সময় বলে এসেছেন কীভাবে ৪৪ বছর বয়সে তিনি নিজেকে নেশামুক্ত করতে পেরেছেন। তিনি মাত্র ১৬ বছর বয়সে মদ্যপান করা শুরু করেছিলেন। কিন্তু ২০১৬ সালে তিনি নিজেকে বলেছিলেন মদ্যপান করে ছেড়ে দেবেন সেই প্রমিশ রেখেছেন এখনও।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)