লোধি রোডের শ্মশানে শেষকৃত্য, কামানবাহী শকটের পরিবর্তে প্রণববাবুর দেহ নিয়ে যাওয়া হবে শববাহী শকটে
করোনা স্বাস্থ্যবিধি মেনে তাঁর মরদেহের কাছে কাউকে যেতে দেওয়া হয়নি।
নিজস্ব প্রতিবেদন: রাজাজি মার্গে প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতিকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন বিশিষ্ট নেতারা। প্রণববাবুর দেহ এরপর নিয়ে যাওয়া হবে লোধি রোডের শ্মশান। দুপুর দুটো নাগাদ সেখানেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
আরও পড়ুন-নিজের হাতেই দূর্গাপুজো করতেন, পল্টুর কণ্ঠে আর চণ্ডীপাঠ শুনতে পাবে না কীর্ণাহার
প্রাক্তন রাষ্ট্রপতির শেষকৃত্যে এবার কিছু প্রটোকল বদল করা হচ্ছে। সাধারণত কোনও প্রায়াত রাষ্ট্র নেতার শেষকৃত্যে মরদেহ নিয়ে যাওয়া হয় কামানবাহী শকটে। মৃতদেহ থাকে খোলা অবস্থায়। তবে কোভিড প্রটোকল মেনে প্রণববাবুর মৃতদেহ নিয়ে যাওয়া হবে শববাহী শকটে। তবে গান স্যালুট সহ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাতেই হবে শেষকৃত্য।
সোমবার সেনা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রণব মুখোপাধ্যায়। তাঁর মস্তিস্কে অস্ত্রোপচার করা হয়েছিল। তার পর থেকেই তিনি কোমায় চলে যান। পাশাপাশি তিনি কোভিড পজিটিভও ছিলেন। ফলে তাঁর মরদেহ তাঁর বাসভবনে আনা হলেও করোনা স্বাস্থ্যবিধি মেনে তাঁর মরদেহের কাছে কাউকে যেতে দেওয়া হয়নি।
আরও পড়ুন-যানযন্ত্রণায় JEE পরীক্ষার্থীরা, নিজেরাই গাড়ি ভাড়া করে পৌঁছলেন পরীক্ষা কেন্দ্রে
এদিন রাজাজি মার্গে প্রয়াত রাষ্ট্রপতিকে শেষ শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সহ বহু নেতা। কিন্তু কাউকেই মরদেহের কাছে যেতে দেওয়া হয়নি। প্রয়াত নেতার ছবিতে মালা দিয়েই সবাই শেষ শ্রদ্ধা জানান।